Wednesday, March 12, 2014

ক্লান্তি



জমে থাকা অবসাদ দীর্ঘশ্বাস য়ে মিশে যায় ধোয়ায়, কুয়াশায়
গোপোন চোখের জলে রোজ রোজ বালিশ ভিজে যায়...

দিনের পর দিন পায় না জল বারান্দার মানিপ্ল্যান্ট পাতাগুলো
শুধু স্তরে স্তরে জমতে থাকে অবহেলার রাশ রাশ ধূলো...

বৃষ্টির ক্লান্ত জল কাঁচের দেওয়াল বেয়ে বেয়ে
অলস পথে নীচে নেমে যায় লক্ষ্যহীন য়ে...

টিকটিক ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যায়
অভিমান গুমোট বেঁধে নিরাকার পাথর হয়ে যায়...

বইএর পাতার ভাজে রাখা পাপড়ি কখন রঙ হারায়
প্রতিশ্রুতি রাখার প্রতিশ্রুতিও কখন মিথ্যে হয়ে যায়...

হাসি আনন্দের দায়ভার আর হয়না নেওয়া
সুখ-স্মৃতির ক্রমে ক্রমে ঝাপসা হয়ে যাওয়া...

নিজেকে সময় দেবার সময়টাই কখন যায় হারিয়ে
শেষ সম্বল সূর্য ডুবে গেলে আধার ঘরে শুধু একলা দাঁড়িয়ে...

Composed by Sreyasi Munshi

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...