মন থেকে সব মুছে ফেলেছি গাঙ্গুরের যত ঢেউ
অবশিষ্ট একাগ্রতায় বেঁচে
নেই কেউ।
কত বনলতা এল গেল সেই চেনা
নাটোরের বুকে,
দারূচিনি দ্বীপ জ্বলে পুড়ে
গেছে আধিনিকতার সুখে।
বিদিশা নগরী আলো জ্বেলেছে,
রাজকন্যা নেই,
রূপসী বাংলা মরীচিকা হয়ে
পলাতকা অচিরেই।
পাণ্ডুলিপির পাতা দিয়ে কত
নৌকা গড়েছি জলে;
আবেগের বাণী সলিল সমাধি অজ্ঞানতার ভুলে;
আগামীর পথে ধুলো জমে গেছে শঙ্খচিলের ভয়ে,
শালিকের মত প্রাণ নিয়ে সব
চলেছে বিশ্বজয়ে -
No comments:
Post a Comment
Please share your valuable feedback