কবিতা কাকে বলে?
প্রশ্ন ছিল এক দুঃসহ কবি সম্মেলনে -
নামি দামি অনেক কবি দিলেন ব্যাখ্যা
নেচে কুঁদে গলা ফাটিয়ে চেঁচিয়ে প্রাণপণে।
সত্যি বলছি কিছুই বুঝিনি আমরা কজনা;
গোল গোল ভাসা ভাসা কথা, অর্থ অজানা |
এক বৃদ্ধ কবি কানের কাছে বলেন
“ভায়া কিছু কি বুঝেছেন?”
উভয় সঙ্কটে পড়ে আমতা আমতা করি-
বুঝিনি বলতে, সম্মানে লাগে
বুঝেছি বলতে সততায় বাধে-
বৃদ্ধ প্রবীণ চোখে, মেপে নিয়ে একদফা
হেসে বলেন 'বুঝেছি আপনার অবস্থা,
মনের সাথে মুখের করতে
পারেন নি রফা;
আরে ভায়া আমারো তো তাই – কিছু বুঝি নাই
নেহাত বুড়ো সহজে লজ্জার মাথা খাই
দিলাম ভাসিয়ে কথাটা আপনার কানে'
আরে ভায়া আমারো তো তাই – কিছু বুঝি নাই
নেহাত বুড়ো সহজে লজ্জার মাথা খাই
দিলাম ভাসিয়ে কথাটা আপনার কানে'
এতক্ষনে যেন ধড় প্রাণ
ভাসে খুশির প্লাবনে।
এতক্ষনে যেন স্বীকারোক্তি “কিছু বুঝি নাই”-
অনায়াসে বলে ফেলা – অসম্ভভ,
কলজের জোর চাই |
নিমেষে বুঝে যাই সবকিছুর মানে;
এতক্ষনে যেন স্বীকারোক্তি “কিছু বুঝি নাই”-
অনায়াসে বলে ফেলা – অসম্ভভ,
কলজের জোর চাই |
নিমেষে বুঝে যাই সবকিছুর মানে;
প্রবীণ বলেন 'এক ঝটকায় বুঝেছেন তাহলে?’
অবাক কণ্ঠে প্রশ্ন করি কে আপনি?
অবাক কণ্ঠে প্রশ্ন করি কে আপনি?
হেসে বলেন,অতীত- আপনার
সাথী
ভবিষ্যৎ আবার আবহমান ঘটমান|
বলুন দেখি কবিতা কাকে বলে?
দৃঢ় কন্ঠে বলি, এদের ভাষয় বুঝিনি
বুঝেছি এদের অর্থহীন প্রলাপে
ভবিষ্যৎ আবার আবহমান ঘটমান|
বলুন দেখি কবিতা কাকে বলে?
দৃঢ় কন্ঠে বলি, এদের ভাষয় বুঝিনি
বুঝেছি এদের অর্থহীন প্রলাপে
বুঝেছি
এদের চিন্তার দৈন্যতায়-
সহজ
কথাকে মোড়ক দিয়ে ঢেকে
কথার প্যাঁচে সহজ জটিল করে
জীবনের থেকে দূরে নিয়ে যাওয়া
একেই বলছে এরা কবিতা ।।
বৃদ্ধ বলেন আনন্দে –
ব্র্যাভো ভায়া একেবারে জায়গায় গেছো,
বাকি আরো শোন -
দুনিয়াকে তুমি যেমন দেখ
তেমনি সে তোমার দুনিয়া,
কবিতাকে যেভাবে বোঝ
সেভাবেই তোমার কবিতা;
সহজ কথা যাবেনা বলা,
যে যত মোড়ক চাপাবে তার পরে
সেই হবে তত বড় কবি -
ক্রমে ক্রমে অর্থহীন শব্দের সমষ্টি
পেয়ে যাবে বিখ্যাত কবিতার তকমা -
একেকজন করবে একেক রকম মানে
হবে কত গবেষণা- উনি বোঝাতে চেয়েছেন এই,
উনি দেখিয়েছেন ঐ– এ বি সি ডি কাগজে
জমকালো ছবি- সঙ্গে সমালোচনা,
সাংবাদিক সন্মেলনে কবির উত্তর
গোল গোল ভাষা ভাষা
যার মানেই বুঝিনা - আসলে মানেই হয়না -
হয়ত একটাই মানে, অতি কৌশলে
ছেড়ে দাও সযতনে কবিদের দলে,
জীবন লুকিয়ে ফেল কথার আড়ালে
মগজ প্রক্ষালন কর -
‘কবিতাই জীবন – জীবন কবিতা নয়’
সেই হবে তত বড় কবি -
ক্রমে ক্রমে অর্থহীন শব্দের সমষ্টি
পেয়ে যাবে বিখ্যাত কবিতার তকমা -
একেকজন করবে একেক রকম মানে
হবে কত গবেষণা- উনি বোঝাতে চেয়েছেন এই,
উনি দেখিয়েছেন ঐ– এ বি সি ডি কাগজে
জমকালো ছবি- সঙ্গে সমালোচনা,
সাংবাদিক সন্মেলনে কবির উত্তর
গোল গোল ভাষা ভাষা
যার মানেই বুঝিনা - আসলে মানেই হয়না -
হয়ত একটাই মানে, অতি কৌশলে
ছেড়ে দাও সযতনে কবিদের দলে,
জীবন লুকিয়ে ফেল কথার আড়ালে
মগজ প্রক্ষালন কর -
‘কবিতাই জীবন – জীবন কবিতা নয়’
মানুষের প্রতিটিদিন
কবিতা নয়
কবিতা হল জীবন বাদে আজগুবি কথা ।
কবিতা হল জীবন বাদে আজগুবি কথা ।
“লেখেনা খিদের কথা,জীবন জীবিকার লড়াই,
বলেনা যুদ্ধের কারন,চেনায় না কসাই
জাতি দাঙ্গা কেন হয়,কেন সন্ত্রাস দেশে দেশে
কেন ধর্ম লুকিয়ে থাকে রক্ষকের মুখোসে
কেন আজকে খাবার নেই কোটি কোটি মানুষের
আজ কেন দুনিয়া টা মুষ্টিমেয় অসুরের?”
এসব কথা যারা লেখে তারা মোটেও কবি নয়
এদের মতে তাদের কথা পাতে দেওয়ার যুগ্যি নয়
এরা সবাই দেশের শত্রু আজে বাজে কথা লেখে
দেশের প্রগতি চায় না এরা সব কিছুতেই খুঁত দেখে
সুখ শান্তি চায় না সুধুই আন্দলনের কথা বলে
এদের জন্যই দেশ জুড়ে হিংসের আগুন জ্বলে।
হঠাৎ করে জড়িয়ে ধরি বৃদ্ধ কবির হাতটিকে
বলি আমি লিখে যাব যা জীবনের কথা বলে -
বাঁচার জন্য যুদ্ধ হেথা নিত্যদিন সদাই চলে
সেই যুদ্ধে জিততে গেলে যেসব লেখা শক্তি যোগায়
যেসব লেখা চলার পথে কোটিজনে প্রেরনা দেয়
সেসব কথা লিখে যাব আমাদের কবিতায়
বলেনা যুদ্ধের কারন,চেনায় না কসাই
জাতি দাঙ্গা কেন হয়,কেন সন্ত্রাস দেশে দেশে
কেন ধর্ম লুকিয়ে থাকে রক্ষকের মুখোসে
কেন আজকে খাবার নেই কোটি কোটি মানুষের
আজ কেন দুনিয়া টা মুষ্টিমেয় অসুরের?”
এসব কথা যারা লেখে তারা মোটেও কবি নয়
এদের মতে তাদের কথা পাতে দেওয়ার যুগ্যি নয়
এরা সবাই দেশের শত্রু আজে বাজে কথা লেখে
দেশের প্রগতি চায় না এরা সব কিছুতেই খুঁত দেখে
সুখ শান্তি চায় না সুধুই আন্দলনের কথা বলে
এদের জন্যই দেশ জুড়ে হিংসের আগুন জ্বলে।
হঠাৎ করে জড়িয়ে ধরি বৃদ্ধ কবির হাতটিকে
বলি আমি লিখে যাব যা জীবনের কথা বলে -
বাঁচার জন্য যুদ্ধ হেথা নিত্যদিন সদাই চলে
সেই যুদ্ধে জিততে গেলে যেসব লেখা শক্তি যোগায়
যেসব লেখা চলার পথে কোটিজনে প্রেরনা দেয়
সেসব কথা লিখে যাব আমাদের কবিতায়
কবিতা হল সহজে যা মানুষের কথা কয়।।
--পার্থপ্রতিম ভট্টাচার্য
<3
ReplyDelete