লম্বা লম্বা পা ফেলে,
ক্রমশ বড় হতে থাকা দিন
এগিয়ে আসছে।
দ্বিধাহীন প্রেমে এলোমেলো চাদরটা,
আর দিনের শুরুতে
আমার পাশে জাগবেনা।
উত্তর থেকে মন কেমন করা শুকনো হাওয়া,
আঙুলকে রিক্ত করে চলে যাবেনা আর।
ময়দানে ঝুপ করে কালচে অন্ধকার,
বেড়ালের মত অতর্কিতে
মাটির দিকে দেবেনা ঝাঁপ।
দক্ষিণ থেকে জেগে উঠবে,
ভালবাসার হাওয়া।
পশ্চিমে কালো মেঘের যুবতী শরীরে,
গর্ভসঞ্চার করে বৃষ্টি দেবে হঠাৎ বিদ্যুৎ।
বিবর্ণ দুপুরে নির্জন
রাস্তার দীর্ঘশ্বাস,
সঙ্গে নিয়ে পুড়িয়ে দেওয়া রোদের
আগুনে এসে দাঁড়াব।
আর ক্যান্সার আক্রান্ত ছেলেকে যেভাবে
দেখে মা,
তেমন করে দেখব আর একটা বাংলা নববর্ষ।
উত্তরে আরও দূরে সরে,
হিমালয় পেরোতে পেরোতে,
কেউ জন্ম নেওয়া গাছের নতুন পাতায়
লিখে যাবে,
বৈশাখ এই শহর ছুঁচ্ছে।
Poem composed by +Sayan Chakraborty for Jhaalmuri Boisakhi
Read the entire e-magazine at http://www.jhaalmuricorner.com/jhaalmuriboisakhi.html
Jhaalmuri
Spread Creativity. Spread Happiness.
http://from-the-jhalmuri-corner.blogspot.in/
mail: thejhaalmurigang@gmail.com
mail: thejhaalmurigang@gmail.com
No comments:
Post a Comment
Please share your valuable feedback