Saturday, August 10, 2013

ভুলে যাওয়া সেই সব



একলা দুপুর একটু অবকাশ আর পুরনো খাতা
কিছু ভাবনা কিছু কথা লিখে রাখি পাতার পর পাতা
কোন সেই ভুলে যাওয়া দিন ভুলে যাওয়া গান
কবেকার সেই ফেলে দেওয়া চিঠির ভুল বানান
কিছু হলদে হয়ে যাওয়া পুরনো ছবির অ্যালবাম
আর খবরের কাগজে কবে পড়া সেই প্রিয় কলাম
সেই পুরনো রাস্তাটা আমার সাদা মাটা বাড়ির পাশে
পাতা ঝরা দিনে নরম রোদের ছোঁওয়া লাগা ঘাসে
ভুলে যাওয়া পাতা ছেঁড়া চটি কবিতার বইটা
আমার পড়ার টেবিলে রাখা আমার প্রিয় কবির ছবিটা
ছেলেবেলার বন্ধুরা আর খেলার সাথীরা কে কোথায় হারিয়ে গেছে
পরিবর্তনশীল জীবন সব স্মৃতি দিয়েছে মুছে
তবু এই একলা দুপুর মনে পড়ায় পুরনো দিন
সেই সব কথা ফেলে আসা দিনের ভুলে যাওয়া স্বপ্ন রঙিন

Composed by Debarati

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...