- পৌলমী মুন্সী
রোজ একটু করে জীবন পুড়ে যায়,
রাত নামে নিয়মিত নিয়মে,
আমি আবার মিলিয়ে দেখতে থাকি,
কিভাবে এত অন্ধকার মনে জমে?
অন্ধকার লেগে থাকে পায়ে পায়ে..
যৌবন অন্ধকার নিয়ে আসে..
সমাজ নাকি এগিয়ে গেছে অনেক..
ভগবান সেই শুনেও হাসে.
কন্যা তুই রাত্রে বেরলি কেন?
কন্যা তোর চোখে কেন আগুন জ্বলে?
“মেয়েদের আস্তে কাঁদতে হয়”
পুরুষেরা রোজ চিৎকার করে বলে..
কন্যা তোর শান্ত স্বভাব চাই.
চুল বড় করে রূপ বাড়াতে হবে.
সে রূপ কারও পছন্দ হয়ে গেলে.
খুব সাবধান ! এড়িয়ে যেতে হবে..
কন্যা তুই ভালবাসবি তাকে.
যাকে সমাজ বলবে ঠিক.
সে ভালবাসল কিনা সেটা ‘কপাল’.
মেনে নেওয়া টাই স্বাভাবিক.
রোজ রাত্রে মার-ই না হয় খেলি.
আগেও তো কত অভ্যাস ছিল.
কাঁদতে কাঁদতে রাত নামত সেদিন..
আজ কে না হয় ঘুমও কেড়ে নিল!
No comments:
Post a Comment
Please share your valuable feedback