লুব্ধ মানব মুগ্ধ হইয়া
ছুটে যায় পিছু পিছু
মরীচিকা ও যে মায়াময় সে যে
বুঝেও বোঝে না কিছু
যত চাওয়া যায়, বেড়ে যায় কেন
ততই চাওয়ার আশা
যত দেখা যায়, বেড়ে যায় রূপ
মেটে না যে তিয়াষা
সে যে পাগলিনী রূপে উন্মাদে
কুলুকিনী তার তৃষা
মায়াবিনী সেজে সাথে নিয়ে আসে
ভঙ্গুর ভালবাসা
ওরে ফিরে আয় মন, ক্ষুদিত পরান
বহ্নির দ্বারে দিস নাকো হানা
মোহরূপ মায়া গ্রাসিবে যে তোরে
করিবে না কেউ মানা
Composed by Urmita Ghosh
No comments:
Post a Comment
Please share your valuable feedback