রুপকথাগুলো নেমে এসে যেন গল্প শোনায়
গাছের মাথায় নেমেছে আঁধার
নীলপরীরা কাটছে সাঁতার স্নানের জলে।
চেনা চেনা গলা
চারদিক থেকে গল্প বলে।
এই সব দিনে মনে হয় তুমি কাছেই আছো
বুকের মধ্যে গুটিয়ে রাখা বিছানা পাতো
কাছ ঘেঁসে শোয় গুটিসুটি করে
মুখ রাখ তুমি বুকের গভীরে
গল্পগুলর চিরচেনা দিয়ে হয় যে শেষ
সুয়রানি আর দুয়োরাণীরা
ভূত প্রেত আর রাজা প্রজারা
লোক লস্কর হাতি ঘোড়ারা
সব মিলিয়ে যেন সুখের দেশ।
তারপর সব তারারা যখন
ডুব দেয় ঘোর অন্ধকারে
নীল পরীরা স্নান শেষ করে
ফিরে যায় সব নিজের ঘরে
চুপি চুপি তুমি চলে যাও দূর অনির্দেশ
সব কথা বলা, সব গল্পের হয় যে শেষ।
Poem by Krishna Dutta for Jhaalmuri Winter Special
Read the e-magazine here http://issuu.com/suparnachakraborti/docs/jhaalmuriwinterspecial2015
Jhaalmuri
Spread Creativity. Spread Happiness.
Mail : thejhaalmurigang@gmail.com
No comments:
Post a Comment
Please share your valuable feedback