Friday, January 30, 2015

রূপকথারা



আকাশের তারা মিট মিট মিট ডাকছে আমায়
রুপকথাগুলো নেমে এসে যেন গল্প শোনায়
গাছের মাথায় নেমেছে আঁধার
নীলপরীরা কাটছে সাঁতার স্নানের জলে।
চেনা চেনা গলা
চারদিক থেকে গল্প বলে।

এই সব দিনে মনে হয় তুমি কাছেই আছো
বুকের মধ্যে গুটিয়ে রাখা বিছানা পাতো
কাছ ঘেঁসে শোয় গুটিসুটি করে
মুখ রাখ তুমি বুকের গভীরে

গল্পগুলর চিরচেনা দিয়ে হয় যে শেষ
সুয়রানি আর দুয়োরাণীরা
ভূত প্রেত আর রাজা প্রজারা
লোক লস্কর হাতি ঘোড়ারা
সব মিলিয়ে যেন সুখের দেশ।

তারপর সব তারারা যখন
ডুব দেয় ঘোর অন্ধকারে
নীল পরীরা স্নান শেষ করে
ফিরে যায় সব নিজের ঘরে
চুপি চুপি তুমি চলে যাও দূর অনির্দেশ
সব কথা বলা, সব গল্পের হয় যে শেষ।

Poem by Krishna Dutta for Jhaalmuri Winter Special 


Jhaalmuri 

Spread Creativity. Spread Happiness.
Mail : thejhaalmurigang@gmail.com

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...