এক
ছোকরা লেখক ও বাল্মীকির
কথোপকথন:
বাল্মিকি:
ওটাই আমার lifetime achivement. আজ ও কত
লোক আমাকে ভাঙিয়ে খাচ্ছে
যেন? বেঁচে থাকলে "রামায়ন"
এর জন্য পদ্মশ্রী , পদ্মবিভূষণ
, কি নিদেন্পখ্খে একটা lifetime achivement award
পেতাম.
লেখক:
তা ঠিক . এছাড়া আপনার
আরেকটা talent হলো গিয়ে
যাকে বলে , আমার মতে
আপনি হলেন মেগাসেরিয়াল এর
জনক. আপনাকে দিয়ে শুরু,
তারপর ব্যাসদেব বাবু , তারপর জননী
, জন্মভূমি, এক আকাশের নিচে,
এক মাটির তলায় , মা,
বাবা etc.
বাল্মিকি:
এটা কি ঠিক হলো?
মহাকাব্যের সাথে মেগাসেরিয়াল এর
তুলনাটা?
লেখক
: তফাত তো একটাই. আগেকার
দিন হলে ধুপধুনো দিয়ে
, হাত এ ধান দুব্ব
নিয়ে সবাই মহাকাব্য শুনতে
বসত.আজকাল সেটা বাদ
দিলে বাকি সব ই
এক. মানে একই রকম
intensity নিয়ে , ভক্তিভরে সবাই মেগা দেখে.
আর একটি, দুটি সিন
যদি ভুলেও মিস হয়ে
যায়, তাহলে যা হাহাকার.
মেগা যদি ভগবান হতেন
তাহলে এই ভক্তির টানে
দেখা দিয়ে ফেলতেন নির্ঘাত.
আচ্ছা
একটা প্রশ্ন আছে, এই
যে ঋষ্যশৃঙ্গ মুনি রাজা দশরথ
কে পুত্রলাভ এর যগ্জ্ঞা করলেন,
তা টাকা কড়ি কেমন
পেয়েছিলেন লেখেননি তো কোথাও.
বাল্মিকি:
টাকা কড়ি আবার কি
, একটা মানুষ কে সাহায্য
করলো , তার আবার টাকা
পায়সা নেবে? Not ethical.
লেখক
: (স্বগোতক্তি) Vicky
Donor দেখলে বুঝত ব্যাটা!!!
বাল্মিকি:
কি donor?
লেখক
: না
কিছু না. আচ্ছা সীতা
সম্পর্কে যদি কিছু বলেন.
বাল্মিকি:আহাঃ সীতা !!! (দীর্ঘ স্বাস) যাই বলব কম
বলা হবে. অমন ধীর
স্থির শান্ত স্বভাব. শ্রীরাম
কে ভালোবেসে রাজপ্রাসাদ এর বিলাস বৈভব
ছেড়ে বারো বছরের বনবাস
!! ভাবা যাই আজকালকার দিনে?
এরকম প্রেম !!!
লেখক
: তিন তিনটে শাশুড়ি থাকলে
বারো বছরের জন্য ভেগে
যাওয়াটাই safe! বুদ্ধিমতি মহিলা !
আচ্ছা
শ্রীরাম এই ভালবাসার এরকম
প্রতিদান দিলেন !! ত্যাগ করলেন ?? !!! কেন
করালেন রাম
কে দিয়ে এরকম ?
বাল্মিকি:
সবই রাজনীতি . তখনকার দিনে ছাপ্পা
ভোট এর চল তো
ছিল না. প্রজা দের
মন যুগিয়ে না চললে
public support তো পেতেন
না. প্রেম এর নমুনা
দেখেতে হলে তার "কৃষ্ণ"
অবতার দেখো.
লেখক
: আচ্ছা , রাবন কে দিয়ে
সীতাহরণ করালেন , তার মানে আপনাদের
যুগেও নারী হরণ টরন
দিব্বি চলত !
বাল্মিকি:
হ্যা, নারিহরণ , eve teasing সব
ই চলত. এই যেমন
দেখো না , পুরান এ
পার্বতী যখন ছদ্মবেশে হিমালয়ে
ঘুরে বেড়াচ্ছিলেন, শুম্ভ নিশুম্ভ টিটকিরি
মেরেছিল. অস্বীকার করছি না , আমাদের
সময় এসব হত. কিন্তু
, তোমাদের যুগ এর এই park street
কান্ডের মত অত চূড়ান্ত
কিছু না , আইন কানুন
অনেক বেটার ছিল.
লেখক
:থাক থাক , ওসব নিয়ে
আর কথা বাড়াবেন না
. যখন তখন হাজতবাস হয়ে
যেতে পারে. তা আমাকে
কিছু টিপস দিন ভালো
লেখক হওয়ার.
বাল্মিকি:
আমাদের সময় হলে বলতাম
, জ্ঞান , উত্কৃষ্ট ভাষা , অধ্যাবসায় , কল্পনাশক্তি
- ভালো লেখক হওয়ার জন্য
প্রয়োজন. কিন্তু তোমাদের যুগ
এ তো দেখছি প্যারডি
conversation কেও তোমরা
লেখা বল !!
Story by +Sucharita Das
Jhaalmuri
Spread Creativity. Spread Happiness.
osadharon :-)
ReplyDeletedarun laglo....purota ek niswas e pore felechi....darun flow....
ReplyDelete