মর্তের একটি কথোপকথন
লোকটা বলে কি? পাগল নাকি? নাকি গাঁজা টেনেছ? আজ ১২ বছর চাকরি জীবনে এ রকম প্রস্তাব তো
শুনিনি? "ভগবানের নামে LIC ? বলেন কি দাদা? কে করবে?" অত্তন্ত অবাক হয়ে এই প্রশ্ন ছুঁড়ে দিলো বছর ৩৪ এর রমেশ।
"আমি করব" উত্তর দিলেন সেই পার্টি। "কেন দাদা? আমি আমার মা,বাপ, ভাই, বোন , ছেলে ,পুলে সবার নামে করতে পারি, আর যার দয়ায় এত কিছু তার লাইফ টা insure করতে গেলেই এত প্রশ্ন?"
"আরে দাদা আপনি জানেন কি বলছেন?" বলল রামেশ।
"জানি জানি, আপনি আপনার সব কাগজ পত্র ready করুন। মহাদেব এর নামে LIC হবে, nominee হবে ৪ ভাই বোন , হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী সরস্বতী র নাম ও থাকবে, হোকনা তারা এখন পরের ঘরের বউ। যা দিনকাল পড়েছে , কখন কি ঘটে , ছেলে পুলেদের ওপর আর ভরসা কই? "
"সারাজীবন গাঁজা টেনে পড়ে থাকল , বেয়াক্কেলে কোথাকার , বউ বউ করে ধেই ধেই করে নাচলে হবে? তাদের ভবিষ্যৎ টা ভাবতে হবে না? এত গাঁজা টেনে একদিন যদি ছক্ষু কপালে ওঠে, গনেশ বাবাজি র কি হবে ......ভেবে দেখেছেন একবারও????"
রমেশ কি বলবে ভেবে পাচ্ছে না , মাথা টা কেমন ঝিম ঝিম করছে, চোখে কেমন ধুতরো দেখছে মনে হল......
স্বর্গের পার্শ্বপ্রতিক্রিয়া
মহাদেব একটু নড়ে -চড়ে বসলেন।
"নন্দী, ভৃঙ্গী...... মর্তে কি আজকাল গঞ্জিকা supply বেশী হচ্ছে? তোরা আবার black করিস না তো? এ লোকটা বলে কি? আমি বেআক্কেলে?গাঁজা টেনে পড়ে থাকি??????"
মহাদেব কেমন যেন একটু senti হয়ে গেলেন। খানিক্ষন চুপ করে বসে থাকলেন আর মনে মনে বল্লেন " সত্যিই তো...পার্বতী র ভবিষ্যৎ এর কথা তো কিছু ভাবিনি। আমি না থাকলে ওদের কি হবে? গণেশ কি করবে? জানি মর্তে ও ভালোই famous, তবুও উল্টে গেলেই তো ব্যাস। লাড্ডু র বদলে মিহিদানা ও জুটবে না"
"নন্দী, ভৃঙ্গি কোথায় গেলি সব?" হুঙ্কার দিলেন মহাদেব।
নন্দী ভৃঙ্গী সবে ছিলেম টা নিয়ে সুখটান দিতে যাচ্ছিল , হুঙ্কার শুনে বিষম খেয়ে সে এক বিতিকি বিচ্ছিরি ব্যাপার হল।
"বলুন প্রভু?"
"চিত্রগুপ্ত কে জিজ্ঞাসাবাদ করে আয়, স্বর্গে ভালো LIC agent আছে কিনা? যদি সে বলে নেই, তবে তোদের কান্নাকাটি এবার সার্থক হবে"
নন্দি ভৃঙ্গী মুখ চাওয়া চাওই করল...
"ওরে তোদের onsite তাহলে পাকা.... মর্তে গিয়ে ধরে আনতে হবে এক অভিজ্ঞ LIC agent "
to be continued...
No comments:
Post a Comment
Please share your valuable feedback