Monday, September 30, 2013

Know the gang: Moumita Ghosh Ball

Moumita, jovial and down to earth is a software professional and a mom of a highly active one year old angel. She is an ardent SRK fan and from 'Raju Ban Gaya Gentleman' to 'Chennai Express' - all are her favorites. She enjoys listening to music and reading novels during her pastime. Moumita is one of the core Jhaalmuri gang members and the primary conceptualizer of this creative venture. Jhaalmuri Puja special features Moumita's hilarious comic series Swargo Martyo ar LIC Part 1 and Part 2
Come back to this blog or our Facebook page on 4th October to read the hilarious account of Mahadeb's travel from Kailash to Howrah on our Jhaalmuri Puja Special Edition.

Sunday, September 29, 2013

Puja Special - 5 days to go

The Cover page is now ready. 
Come back to this blog or on our Facebook group on 4th October to get your copy of the Puja Special edition of Jhaalmuri - Our Little Creations.


Monday, September 23, 2013

Vanilla Cookies




Ingredients:

·         Plain flour- 1and 1/2 cups
·         Butter -1/ 2 cup
·         Sugar powder- ¾ cup
·         Baking soda-1 pinch
·         Baking powder-1/2 tsp.
·         Milk -2 tbsp.
·         Vanilla essence-2 drops
·         Cookies cutter- Whichever shape you like

Method:      
                                   
·         Take a mixing bowl. Put in it all the ingredients except milk and mix it well.
·         Then pour milk and make soft dough.
·         Leave it with cover at least ½ an hour.
·         Now from dough make equal small balls and press with palm.
·         Cut with cookies cutter and place it in baking tray.
·         Preheat the oven 180 degree centigrade.

·         Bake for 18-20 minutes.

Store in air tight container


Recipe by Urmita




Monday, September 16, 2013

আকাশ জানান দিচ্ছে


আকাশ জানান দিচ্ছে, পুজো এলো বলে/
নারকেল গাছের মাথায় অলস ভাবে আটকে থাকা একটা ঘুড়ি/
Dairy  র পাতা উল্টোনোর মত মন টা ফ্ল্যাশ ব্যাক এ /
স্কুল থেকে ফেরার পথে মন আনচান - ঠাকুর এলো কি pandal ?
ঘুম চোখে ঢাকের বোল আর ধুনোর গন্ধে ষষ্ঠী/
৫০ পয়সার আচার ,আঙ্গুল চাটার ধুম/
চোখ জল এ ভরিয়ে নির্বিকার চিত্তে ফুচকা /
সারাবছরের যা কিছু নিষিদ্ধ/
নতুন জামার গন্ধ, ঠাকুর দেখতে যাওয়ার তাড়া/
বিজয়ার প্রনাম আর আড্ডা/
এখন অনেকটাই  বড় হয়ে গেছি/
 ঢাকের বোল আর শরতের আকাশ তবু আজও আনমনা করে /
এক চিলতে ছোটবেলাকার আমি এখনো আছি আমার মধ্যে - বেঁচে আছি



Author - Sucharita

Wednesday, September 11, 2013

Did He who made the lamb make thee?


"Tiger! Tiger! burning bright
In the forests of the night,
What immortal hand or eye 
Dare frame thy fearful symmetry? "


Art by Kuheli

Sunday, September 8, 2013

স্বর্গ মর্ত আর LIC - Part 2

মর্ত

“স্যার, একটা নতুন case আছে”
“Good job “Excellent performance” বললেন বস ।
“কত amount? কোন টাইপ? সাব টাইপ?”
“স্যার”, রমেশ ভাবছে কি বলবে। এদিকে লোকটা যে নাছোড়বান্দা । 
“স্যার, ভগবানের নামে করতে চায়”
“Yearly premium টা কি হবে?”
স্যার ভাবলেন রমেশ বোধহয় resign করবে, তাই যাওয়ার আগে বস এর সাথে ফাজলামি করছে বা বেশি চাপ নিয়ে ফেলেছে ।
“রমেশ তুমি কদিন ছুটি নাও বউ বাচ্চা নিয়ে কোথাও ঘুরে এসো, কদিন বড় কাজের চাপ গেছে”
“না স্যার আমি serious” বলল রমেশ। খুলে বলল রমেশ তার বস কে ।
“করে দাও” “টাকা যখন গৌরী সেন দেবে তখন ভগবানের আর শয়তানের, Whats in a name? তোমার এই Case টাকে next appraisal meet এ highlight করতে ভুলো না যেন “
“কাল এই লোকটার সাথে appointment fix করে case টা settle করে নাও”
রমেশ একটু নিশ্চিন্ত বোধ করলে, কিন্তু মনে মনে খচ খচানি লেগেই থাকল এই ভগবান টগবান নিয়ে ফাজলামো - “হে ঠাকুর অপরাধ নিও না”



পর দিন সকাল

Name মহাদেব
Surname ঠাকুর
Address কৈলাস নগর
Country ইন্ডিয়া
Age ?????????????? কি বসাবে রমেশ “৪০ না ৩০” “নাহ ৩০ বড্ড কম হচ্ছে ৩৫ ই থাক”
বয়সের যার গাছ পাথর নেই তার ৩০ ই বা কি? ৪০ ই বা কি?
এই data ই ভরে দিল রমেশ LIC ফর্ম এ।
“কি স্যার, খুশি তো ?”
“শুধু খুশি না নিশ্চিন্ত ও, গণেশ বাবাজির একটা হিল্লি হল।”


হাওড়া station এ পুরি এক্সপ্রেস এসে থামল
বাক্স প্যাটরা ছেলে মেয়ে বউ নিয়ে হিমশিম খেতে খেতে এক ব্রাহ্মণ ঠাকুর একটি হোটেল এ ঘর খুজতে এলেন।
“ও দাদা , ঘর ফাঁকা আছে না কি?”
হোটেল ম্যানেজার চশমার ফাঁক দিয়ে বাক্স প্যাটরা ৪ ছেলে মেয়ে আর বান্দরের গলায় মুক্তার মালার মতো দুর্গা ঠাকুর টি কে এক নজরে দেখে বললেন “ আছে ২০০ টাকা ভাড়া”
“দুউউউউশওওওওওও” “ঠিক করে বল ভায়া অতো দিতে পারব নি, এক শত টাকাই ধর”
“পাসের হোটেল দেখো ঠাকুর"
মুখটা কাচুমাচু করে ব্রাহ্মণ বলল “ ঠিক আছে, তাই দাও এদের নিয়ে আর কোথায় ঘুরব”
“ঠিক আছে নাম ধাম বল”
“নাআআম?”  “মহাদেব ঠাকুর”
“বাসা?”  “কৈলাস নাগার পুরি”
“বয়স?”  “ঐ বছর ৩৫ লেখো না”
                                                       to be continued.....

To read স্বর্গ মর্ত আর LIC part 1 click here



Authored by Moumita





Monday, September 2, 2013

উবাচ


সকালবেলা ঘুম থেকে তোলা,
কচি দুটো হাতের জড়িয়ে ধরা;
স্বপ্নমাখা, নিষ্পাপ চোখ খুঁজে ফেরে;
ভালবাসার নিরাপত্তা আমার কাছে
ঘর ভেসে যায় দুষ্টুমি আদরেতে,
মন ভেসে যায় মাতৃত্বের তৃপ্তিতে

তারপর আসে সেই ক্ষণ ধীরে ধীরে,
নাড়ির টান শিথিল করে দ্রুত পায়ে;
ছুটে যাই রোজ বৃহৎ কর্মযজ্ঞ মাঝে।
বুকের মধ্যে কিসের দংশন জ্বলে?

‘বিদ্যা’ নদীর ‘শিক্ষা’ নৌকায়,
কলম হাতে আমি দাঁড় বেয়ে যাই
শিক্ষার্থীরা পার হয় একে একে,
নিরাপত্তার ছোঁওয়া এখানেও থাকে।
যদি বিশ্বাস আর সম্মান রয়ে যায়;
শিক্ষার্থীরাও সন্তানসম হয়ে যায়

বিকেল বেলায় শেষ ঘণ্টার সাথে সাথে,
মনের মধ্যে সুক্ষ অনুভব জাগে;
নাড়ির টানের পাশাপাশি কোনখানে,
“ভরসার টান” রয়ে যায় মন মাঝে।


 -- আনিন্দিতা দাস
Related Posts Plugin for WordPress, Blogger...