কচি দুটো হাতের জড়িয়ে ধরা;
স্বপ্নমাখা, নিষ্পাপ চোখ খুঁজে ফেরে;
ভালবাসার নিরাপত্তা আমার কাছে।
ঘর ভেসে যায় দুষ্টুমি আদরেতে,
মন ভেসে যায় মাতৃত্বের তৃপ্তিতে।
তারপর আসে সেই ক্ষণ ধীরে ধীরে,
নাড়ির টান শিথিল করে দ্রুত পায়ে;
ছুটে যাই রোজ বৃহৎ কর্মযজ্ঞ মাঝে।
বুকের মধ্যে কিসের দংশন জ্বলে?
‘বিদ্যা’ নদীর ‘শিক্ষা’ নৌকায়,
কলম হাতে আমি দাঁড় বেয়ে যাই।
শিক্ষার্থীরা পার হয় একে একে,
নিরাপত্তার ছোঁওয়া এখানেও থাকে।
যদি বিশ্বাস আর সম্মান রয়ে যায়;
শিক্ষার্থীরাও সন্তানসম হয়ে যায়।
বিকেল বেলায় শেষ ঘণ্টার সাথে সাথে,
মনের মধ্যে সুক্ষ অনুভব জাগে;
নাড়ির টানের পাশাপাশি কোনখানে,
“ভরসার টান” রয়ে যায় মন মাঝে।
-- আনিন্দিতা দাস
No comments:
Post a Comment
Please share your valuable feedback