Sunday, September 8, 2013

স্বর্গ মর্ত আর LIC - Part 2

মর্ত

“স্যার, একটা নতুন case আছে”
“Good job “Excellent performance” বললেন বস ।
“কত amount? কোন টাইপ? সাব টাইপ?”
“স্যার”, রমেশ ভাবছে কি বলবে। এদিকে লোকটা যে নাছোড়বান্দা । 
“স্যার, ভগবানের নামে করতে চায়”
“Yearly premium টা কি হবে?”
স্যার ভাবলেন রমেশ বোধহয় resign করবে, তাই যাওয়ার আগে বস এর সাথে ফাজলামি করছে বা বেশি চাপ নিয়ে ফেলেছে ।
“রমেশ তুমি কদিন ছুটি নাও বউ বাচ্চা নিয়ে কোথাও ঘুরে এসো, কদিন বড় কাজের চাপ গেছে”
“না স্যার আমি serious” বলল রমেশ। খুলে বলল রমেশ তার বস কে ।
“করে দাও” “টাকা যখন গৌরী সেন দেবে তখন ভগবানের আর শয়তানের, Whats in a name? তোমার এই Case টাকে next appraisal meet এ highlight করতে ভুলো না যেন “
“কাল এই লোকটার সাথে appointment fix করে case টা settle করে নাও”
রমেশ একটু নিশ্চিন্ত বোধ করলে, কিন্তু মনে মনে খচ খচানি লেগেই থাকল এই ভগবান টগবান নিয়ে ফাজলামো - “হে ঠাকুর অপরাধ নিও না”



পর দিন সকাল

Name মহাদেব
Surname ঠাকুর
Address কৈলাস নগর
Country ইন্ডিয়া
Age ?????????????? কি বসাবে রমেশ “৪০ না ৩০” “নাহ ৩০ বড্ড কম হচ্ছে ৩৫ ই থাক”
বয়সের যার গাছ পাথর নেই তার ৩০ ই বা কি? ৪০ ই বা কি?
এই data ই ভরে দিল রমেশ LIC ফর্ম এ।
“কি স্যার, খুশি তো ?”
“শুধু খুশি না নিশ্চিন্ত ও, গণেশ বাবাজির একটা হিল্লি হল।”


হাওড়া station এ পুরি এক্সপ্রেস এসে থামল
বাক্স প্যাটরা ছেলে মেয়ে বউ নিয়ে হিমশিম খেতে খেতে এক ব্রাহ্মণ ঠাকুর একটি হোটেল এ ঘর খুজতে এলেন।
“ও দাদা , ঘর ফাঁকা আছে না কি?”
হোটেল ম্যানেজার চশমার ফাঁক দিয়ে বাক্স প্যাটরা ৪ ছেলে মেয়ে আর বান্দরের গলায় মুক্তার মালার মতো দুর্গা ঠাকুর টি কে এক নজরে দেখে বললেন “ আছে ২০০ টাকা ভাড়া”
“দুউউউউশওওওওওও” “ঠিক করে বল ভায়া অতো দিতে পারব নি, এক শত টাকাই ধর”
“পাসের হোটেল দেখো ঠাকুর"
মুখটা কাচুমাচু করে ব্রাহ্মণ বলল “ ঠিক আছে, তাই দাও এদের নিয়ে আর কোথায় ঘুরব”
“ঠিক আছে নাম ধাম বল”
“নাআআম?”  “মহাদেব ঠাকুর”
“বাসা?”  “কৈলাস নাগার পুরি”
“বয়স?”  “ঐ বছর ৩৫ লেখো না”
                                                       to be continued.....

To read স্বর্গ মর্ত আর LIC part 1 click here



Authored by Moumita





No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...