আকাশ জানান দিচ্ছে,
পুজো এলো বলে/
নারকেল গাছের মাথায় অলস
ভাবে আটকে থাকা একটা ঘুড়ি/
Dairy র পাতা উল্টোনোর মত মন টা ফ্ল্যাশ ব্যাক এ /
স্কুল থেকে ফেরার পথে মন
আনচান - ঠাকুর এলো কি pandal এ?
ঘুম চোখে ঢাকের বোল আর
ধুনোর গন্ধে ষষ্ঠী/
৫০ পয়সার আচার ,আঙ্গুল চাটার ধুম/
চোখ জল এ ভরিয়ে
নির্বিকার চিত্তে ফুচকা /
সারাবছরের যা কিছু
নিষিদ্ধ/
নতুন জামার গন্ধ, ঠাকুর দেখতে যাওয়ার তাড়া/
বিজয়ার প্রনাম আর আড্ডা/
এখন অনেকটাই বড় হয়ে গেছি/
ঢাকের বোল আর শরতের আকাশ তবু আজও আনমনা করে /
এক চিলতে ছোটবেলাকার আমি
এখনো আছি আমার মধ্যে - বেঁচে আছি
Author - Sucharita
darun !!!
ReplyDelete