Sunday, September 28, 2014

8:10 er CTC


-আচ্ছা দাদা, সকাল বেলা উঠে একটু দৌড়াতে পারেন না? এত বড় ভুঁড়ি নিয়ে এই বাসে উঠেছেন? ২ জনের জায়গা নিয়ে নিয়েছেন যে
 
-ভগবান তো দুটো পা-দিয়েছেন। নিজের দুটো থাকতে আমার পায়ের উপর কেন ভাই। 
 
-এই যে, একটু সোজা হয়ে দাঁড়ান, বাড়িতে কি মা বোন নেই?
 
-এতই যদি অসুবিধা, ট্যাক্সিতে যান দিদিভাই, ভিড় বাসে এইরকম একটু হবে
 
-ওরে বাবা, এ যে আবার stoppage দাঁড়ায়, ও  দাদা টানুন, টানুন, আর কত প্যাসেঞ্জার তুলবেন? এদিকে যে দাঁড়াবার জায়গা নেই

-দাদা, এই গরমে একটু deo লাগিয়ে আসতে পারেন না। আমি বেঁটে মানুষ, নাকটা যে ঝলসে গেল

 
-আরে যিও পাগলা, দেখ দেখ কি dress  দিয়েছে, এটা আর্টস এর মালটা না?


-কই এই বাস স্টপে নেই তো, যাহ্‌ আর দেখা হল না
 
-একি একি আমার ব্যাগ কই, আমার পার্স, মোবাইল চোর চোর । ... আরে দিদি, আপনিই তো আমায় ব্যাগটা ধরতে দিলেন। 

-দাঁড়ান দাঁড়ান toll এ নামব । এই এই একদম দাঁড়াবে না, এত বাস থাকতে এই বাসে কেন ওঠে? সোজা নিয়ে চল রবন্দ্র সদন। আর কোনোদিন উঠবে না শালা...... 

-মুখ সামলে কথা বলবেন, বেশ করেছি উঠেছি, তোর বাবার বাস? শালা! ইত্যাদি ইত্যাদি।।

-ও দাদা ভেতরে চলুন ভেতরে চলুন গেট বন্ধ হচ্ছে না, ভেতরে অনেক জায়গা, চলুন চলুন

-তুমি একটু এসে দেখিয়ে যাও কন্ডাকটর ভাই, কোথায় জায়গা?

-ভাগ্যিস হেটে গিয়ে আগের স্টপেজ থকে উঠলাম নইলে ঝুলতে হত। 

-আহ গঙ্গার হওয়ায় প্রাণটা জুড়ালো । 

-টিকিট টিকিট, খুচরো দিন দাদা , সকাল বেলা ১০০ র নোট দিলে আমি কি করি? দেখুন স৫০-১০০, খুচরো দিন

-টিকিটটা দেখি – এই নাও ( উড়ে গেল পুরনো টিকিট ) শালা আজও ৭ টাকা বাচিয় দিলাম


কলেজ আর অফিস জীবনে এই কথাগুলো আর কথার মালিকরা ছিল পরিচিত। বাসের নিত্য যাত্রী দের এই অভিযোগ রোজের। ৩০-৪৫ মিনিটের পরিচয় সবার সাথে । কেউ কারো সাথে সেভাবে পরিচিত না হলেও ঐ ৩০-৪৫ মিনিট এত কষ্টের মধ্যেও কাটত বেশ মজায়।

সারাদিনের কষ্ট ভুলে পরের দিন সকালে লক্ষ্য সবার এক ৮:১০ এর CTC



                            Written by Moumita Ghosh Ball for Jhaalmuri Puja Special 2014

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...