Wednesday, May 21, 2014

একবিংশ শতাব্দির প্রতি


হে গর্বান্ধ উদ্ধত একবিংশ শতাব্দি
তোমার সর্বাঙ্গে দগদগে ঘা
হিংসার পূজারিরা তোমার সর্ব দেহে
কলঙ্ক রেখা এঁকে দিয়ে
তোমার ভবিষ্যৎ কে অন্ধকারে ঢেকে রেখেছে ।
তোমার ক্ষুধার্ত থাবা –
কেড়ে নিয়েছে শান্তিপ্রিয় মানুষের ঘুম ।
তাদের প্রিয় আবাস ভূমি –
তাদের আপনজন, তাদের ভালবাসা
তাদের স্বপ্ন, তাদের চাওয়া, না চাওয়া ।
তাই –
বিশ্বজুড়ে অগনিত মানুষের ক্রন্দন ধ্বনি
পৃথিবীকে আজ নরক করে তুলেছে ।
কিসের গর্ব তোমার?
কিসের অহংকার?
বিজ্ঞানের?
ছি ছি।
বিজ্ঞানকে পায়ের তলায় পিষে –
পৃথিবীর রাজা হতে চাও?
দমন নীতি ও শোষণ নীতির আশ্রয় নিয়ে
রাজা হওয়া যায় না ।
রাজা তুমি হতে পারবে না
তুমি নত হতে শিখো –
ভালবাসতে শিখো
সমদৃষ্টি ছড়িয়ে দাও পৃথিবীর চারিদিকে।
এভাবেই তোমার প্রায়শ্চিত্ত হবে।

Composed by Dr. Leena Sikidar

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...