Friday, August 16, 2013

ভুতের গল্পের গল্প


এই কদিন ধরে যেমন ঝমঝমে বাদলা চলছেচাতেলেভাজার সাথে চলে একমাত্র ভুতের গল্পএখনো 
অবধি পরা গল্পের মধ্যে প্রেমের আর ভুতের গল্পই সবথেকে বেশিপ্রেমের গল্পে শিহরণ না লাগলেও , 
ভুতের গল্পে শিহরিত হব না এমন আস্পদ্দা আমার আজ  নেই|  মনে পরে ছোটবেলার কথা | বৃষ্টিতে পথঘাট ভেসে গেছেরাস্তায় জল ছপছপ আওয়াজ করে কেবল কজন নাচার পথচারী ছাড়া সবাই বাড়িতে 
খিচুড়ি আর বেগুনভাজা খেয়ে ঘুম এর তোড়জোড় করছে , আমরা ঠাকুরমার পাতলা চাদর তার তলায় 
সেঁধিয়ে গিয়েছি,আর ভুতের গল্প বল বলে বায়না ধরেছি | তারপর আধবোজা জানালা  দিয়ে আশা মেঘলা আলোয় , ঝিপ্ঝিপে বৃষ্টির শব্দে ঠাকুমার হালকা গলায় ভুতের গল্পআমরা সবাই  ওর গা ঘেঁসে পুটুলি 
পাকিয়ে চোখ বড় বড় করে গল্পে মগ্ননিশ্চিন্তের ছোটবেলাঅনেক দুরে কিন্তু অনেক স্পষ্টযখন 
সন্ধ্যাবেলা রাতের খাবার বানাইহয়তো  মাছ বা মাংস রান্না করছি,gas এর পাশের জানালার ধরে 
কলাগাছের পাতাগুলো নড়ে ওঠে হাওয়ায়এখনো ঠাকুমার গল্প মনে পরে যায়একটা হাত
 যদি এসে মাছ ভাজা চায় !!!

অনেক ভুতের গল্প শোনা এবং রার ফলে স্বভাবতই কল্পনাশক্তির ওপর অনেকটা effect হত একবার 
এক আত্মীয়ের বাড়ি গেছি বেড়াতে বসার ঘরে বাবা মা রা সব গল্প করছে , আমি বই পড়তে 
ভালবাসি বলে আমায় তাদের বই ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে explore  করতে খুব খুশি মনে বই এর
তাকের সামনে দিয়ে ঘুরছি , বই গুলো দেখতে দেখতেহঠা দেখলাম একটা মুখ তাকের ওপাশে ছোট করে সরে গেল , ওরে বাবা ! আমার চেঁচানোর চোটে বসার ঘর থেকে সকলে ছুটে এসেছে দেখা গেল কে যেন ভুল করে অনেক গুলো বই এর মাঝে একটা ছোট্ট আয়না রেখে দিয়েছিল !

সেই থেকে ভূত এর বই পড়তে দেখলেই মা খ্যাচখ্যাচ করত তার যথেষ্ট কারণ  ছিল হয়তো মা TV 
দেখছে , খুব মন দিয়ে কিছু একটামা কে ডাকছি , "  মা !! "
"কি ??"
"শোনো না একটু "
"বল "
"শুনেই যাও না"
"এখানে এসে বল না "
"আহ আসবে ????"
"উফ", বলে সাধের program ছেড়ে মা যখন উঠে এলো , " একটু দাড়াও না এখানে , bathroom যাব"!!! তখন মার মুখের চেহারা আর নাই বা বললাম|

এর পর গল্পের বই ছেড়ে যখন computer,CD,DVD   যুগএকদিন দুপুরে আমরা তিনজন কলেজ  ক্লাস এর পর অদিতির বাড়ি গেলামজানালা দরজা বন্ধ করে ঘর অন্ধকার করে ভুতের সিনেমা 
দেখবশুরু হলপুরো সিনেমাটা দেখলামতারপর বুঝলাম যাদের মানুষ ভাবছিলাম সিনেমায় তারাই আসলে ভূতকিন্তু এত দেরিতে বুঝেছি যে ততক্ষণে ভয় পাওয়ার সময় পেরিয়ে গেছেপরে আলাদা করে নেট  গল্প টা পরে বুঝতে হল যে কোথায় কোথায় ভয় পাওয়া উচিত ছিল|

আমার পা  তো ভেঙ্গেছিল এই ভুতের গল্পের দৌলতেতখন PG তে নতুন গেছি.এরকম  বৃষ্টির দিনবাইরে বেরোনোর কোনো scene নেইচা খাচ্ছি আর আমরা চার পাঁচ জন গল্প করছিবাকি PG খালিগীতু একটা গল্প শুরু করলোএকটি মেয়ে একটি হোস্টেল  নতুন এসেছেআর তার একটি বন্ধু জুটেছে যাকে বাকি হোস্টেল এর কেউ চেনেনা , মানে সেটাই ভূত টা আর কিবলতে বলতে গল্পের climax  গীতু চোখের নিমেষে আমার মুখের সামনে মুখটা এনে এমন ভয়ংকর একটা মুখ বানালো যে আমি একে তো গল্পের flow তে ছিলামএত ডুবে গেছি যে পত্রপাঠ ভয় পেয়ে খাট থেকে দিয়েছি লাফবৃষ্টির জল পরে মেঝে ভেজা , বাস দু সপ্তাহের জন্য sickleave, পায়ে plaster| পরে জেনেছিলামযেই PG তে নতুন আসে তাকেই এই গল্পটা এভাবেই শোনানো হয়গীতুরা বলল যে ওরা অবিশ্যি আগে কখনো কাউকে এরকম ভয় পেতে দেখেনিযাই হোক এই ragging টা ওরা এর পর থেকে বন্ধ করে দিয়েছিল|

আমার এক বন্ধুর jointfamily তে বিয়ে হয়েছেপ্রচুর লোকজন বাড়িতেতার সাথে এক দূর সম্পর্কের ঠাকুমা শাশুড়ি  আছেনখুনখুনে বুড়িকিন্তু নাতবৌ রা jeans পড়লে বা step কাটলে চোখ এড়ায়নাতা নিয়ে বলতেও ছাড়েন নাএকদিন সবাই paranormal activity দেখছে আর ভয়  কাঁটা হয়েআছে| Movie শেষ হলসবাই গুটি গুটি নিজের ঘরে যাবেঠাকুমা বলে উঠলেন, "  নাতবৌ ! একটানাচ নাই , গান নাই , এইটা কি বই দ্যাখলা ??"


গল্প শেষ করি আমাদের পাশের বাড়ির সন্তুর কথা বলেখুব ভদ্র ছেলে.রাস্তায় কাউকে "বৌটা" , "লোকটাবলে উল্লেখ করে নাএমন কি খবরের কাগজে ছাপা কোনো ছবি  (including নিরুদ্দেশ -column) -কাকু. Dabang দেখলে বলে " কাকু টা কি মারামারি করলো!! " evil dead দেখতে বসে যখনভূত টা মেয়েটার চুলের মুঠি ধরে তুর্কি নাচন নাচাচ্ছে , সন্তু বলে উঠলো " উঃ ! কাকিমাটা মেয়েটারে কিঅত্যাচার টাই না করতে আছে!! " কাকিমা মানে ভুত টা আর কি !!

Author : Sucharita

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...