Friday, September 26, 2014

আগমনী


নীল আকাশ ঢাকলো আবার শারদ-সাদা মেঘে
নদীর তীরে কাশফুলেরা উঠল আবার জেগে।
   শিশির ভেজা ঘাসের ‘পরে শিউলি ফুলের মেলা
  পদ্মপাতায় শিশির-বিন্দু, ঘাসে রোদের খেলা
মহালয়ার পুণ্য প্রভাতে মহিষাসুর-মর্দিনী
ঢাকের বোলে ঢ্যাঙ্কুরাকুর, মায়ের আগমনী।
   আকাশ-বাতাস মাতলো হর্ষে মা আসবে ব’লে
  একটি বছর পর যে আসছে পুত্র-কন্যা কোলে 
মায়ের রাঙা চরণ পড়বে অস্থির এ ধরণীতে
যুদ্ধ-বিবাদ ভুলে সবে উঠবে পুজোয় মেতে।
   সাজিয়ে ডালা, গেঁথে মালা করবে বরণ মাকে
  শান্ত সমীরে হিম-হিল্লোল, দোয়েল ওঠবে ডেকে
ষষ্ঠীতে মা’র বোধোন হ’তেই আনন্দের জোয়ার
নতুন সাজে নতুন বেশে মুখে হাসির ফোয়ার।
   থাকবে মা বাপের বাড়ি চারটি দিনের তরে
  সপ্তমী আর অষ্টমীতে খুশির বাঁধ না ধরে
নবমীতে কুমারী পুজা, সাথে বিদায় সুর
দশমীতে বিসর্জন, মা ফিরবে কৈলাসপুর
  আসিস মা বাপের ঘরে এক’দিনের তরে
  সুখ-দুখের সকল কথা বলি কেমন ক’রে?
সারা বছরের ক্লান্তি, শ্রান্তি, অভাব-অনটন
তোর আশিসে ধুয়ে মুছে পাই যে নতুন জীবন
  অসুরদলের তাণ্ডব আজ সারা পৃথিবী জুড়ে
  আবাল-বৃদ্ধ-বণিতাকাউকে না এরা ছাড়ে
প্রাণহানি আর নাশকতায় বিপন্ন সারা বিশ্ব
রক্তধারায় ধৌত অবলা ধরণী যে আজ নিঃস্ব
  অসুর-দলনী মঙ্গলময়ী জগৎ-বাসীর আশা
             মহামায়া আদ্যাশক্তি সকল দুর্গতি-নাশা।।
যে নারীজাতি বিপন্ন আজ,লুণ্ঠিত যার সত্ত্বা
সে নারী রূপেই অশুভহারিণী তুমি রণমত্তা
  বিপত্তারিণী শঙ্কাহারিণী অভয়দায়িনী মাতা
  সুখদায়িনী জগজ্জননী তুমিই শান্তিদাতা
বারেবারে তুমি ফিরে ফিরে এসো এই বসুন্ধরায়
সুখ-শান্তি করবে বিরাজ তোমার করুণাধারায়।।


  
Poem composed by Sreyasi Munshi for Jhaalmuri Puja Special 2014

Read Jhaalmuri Puja Special at http://issuu.com/suparnachakraborti/docs/jhaalmuri_puja_special_2014





No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...