Wednesday, January 21, 2015

আমি ঝালমুড়ি

জীবন চলছে জীবনের মতো
বালির আঘাতে তবু নির্লিপ্ত
ডানা ঝাপটানো আগুনের শিখা
কালো কড়াইয়ে আঁকড়ে জীবন শেখা
গোলাপি পেয়াজ নিংড়ে চাদর
চোখে জল এনে একটু করলে আদর
হলদে বাদামি ঝাল চানাচুর
ঘ্রানে আসি তবু ছোঁয়া বহুদুর
খবরে ঠাসা কাগজের বগি
সন্ধ্যার ভাজা সব অনুরাগী
জিভের খেয়ালি মশলার স্বাদ
ধান থেকে মোর শেষ অনুবাদ
এ জীবন তুলিতে যত আকা ছবি
আমার নীরব ভাষা তে লেখা রয় সবই
বহু ভালবাসা বহু পথ পাড়ি
পথের ধুলো বিজড়িত আমি ঝালমুড়ি

Composed by +Rajib Chowdhury for Jhaalmuri Winter Special e-magazine


Jhaalmuri 

Spread Creativity. Spread Happiness.
http://from-the-jhalmuri-corner.blogspot.in/
mail: thejhaalmurigang@gmail.com

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...