Thursday, July 30, 2015

ভিজে-স্মৃতি

কফিকাপে ধোঁয়া, ভিজে রেলিং-র ধার-
রাস্তার ধারে ভিজে যাওয়া গাছের পাতার তাথৈ-তাথৈ নাচ –
থৈ থৈ জল ফুটপাথ-
ভিজে বেঞ্চের উপর ঝোড়ো কাক আর
সিক্ত কাঁচের ভিতর দিয়ে উদাস চাওয়ায়
পিছন দিকে মনের ছুটে চলা-
মনে ভেসে আসা গল্প কত,
কিছু জানা আর কিছু কোনোদিনও না বলা!!

কৈশোরের সেই একলা ঘর আর আমার একার সময়-
আজ ভেসে আসে টুকরো স্মৃতি বর্ষার আর্দ্র হাওয়ায়
জানলার পাশে একা দাঁড়িয়ে থাকা সেই পাকুড় গাছ
সাক্ষী থেকেছে কত একান্ত মুহূর্তের-
দেখেছে কত গোপন হাসি-কান্না,
আর আমি সেদিক পানে চেয়ে চেয়ে কাটিয়ে দিয়েছি
অলসতায় সম্পৃক্ত কত অগণিত সময়ের কণা!!

হাজার হাজার পাতায় পাতায় চ’লে গেছে
কত গ্রীষ্ম-বর্ষা-শীত
দিনের আলোয় পাখীদের নাচ আর রাতে
জ্যোৎস্না ধোয়া হাওয়া ঝিরঝির-
কখনও বাইরে থেকেছে দাঁড়িয়ে,
কখনও প্রবেশ করেছে ঘরে-
কখনও একলা করেছে আরো,
কখনও মন দিয়েছে ভ’রে।
বর্ষা তখনও ভিজিয়ে দিত মন
জয়জয়ন্তী কিংবা মেঘমল্লার সুরে-
কখনও সিক্ত হতাম একা বিছানায়
কখনও চৌরাশিয়ার বাঁশির ধূনে
নেচে উঠতাম আমার আঁধার ঘরে!!
আলগোছে কত কবিতা লিখেছি,
ভেবেছি কত আকাশ-কুসুম গল্প-
কত জলছবি এঁকে ভরিয়েছি ক্যানভাস,
দিনে-রাতে দেখেছি রংবেরঙের স্বপ্ন।

আজ হারিয়ে গেছে সেসব সুর-কবিতারা,
ঝাপসা হয়েছে ছবি
কিছু স্বপ্ন হয়েছে পুরণ,
কিছু হারিয়ে ফেলেছে দাবি।
থেকে গেছে শুধু অনুভূতি-ভরা
না-ছুঁতে-পারা স্মৃতি-
বর্ষার জলভেজা বিকেলবেলায়-
কফিকাপ থেকে উঠে আসা ধোঁয়ায়-
মনের কোণে আজ শুধুই তারা উঁকি মারে ইতি-উতি!!

Composed by +Sreyasi Munshi for Jhaalmuri Barsha

Read the entire e-magazine here http://www.jhaalmuricorner.com/jhaalmuribarsha.html



Jhaalmuri 



No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...