Saturday, May 9, 2015

চন্দ্রমা


চন্দ্রমার রাত্রি যেন বয়ে যায়
নীল সমুদ্রের ঢেউ দুলিয়ে যায়,
জোনাকিও পাল্লা দিয়ে আলোর ছটা ছড়িয়ে যায়
গ্রাম হতে গ্রামান্তরে -
মলয় পবনে দোলে যেন ঝর্ণা টলোমলো
দূর  থেকে এলোকেশী  হাসে খলখল,
রাত্রির মধ্যভাগ, প্রহর হোল শেষ
শেফালিকা ঝরে পড়ে, তার কাজও শেষ।
মল্লিকা মালা গাঁথে দাওয়ায় বসিয়া
সেই মালা ঝরে যায়, নিয়ত সে গেঁথে যায়-
কবে কার সাথে কথা হয়েছিল
আসিবে সে মালা নিতে, বলে গিয়েছিল।
গ্রামের সহজ মেয়ে দিন গুনে যায়
শহরের চতুরতা বুঝিতে না পায়,
কত স্বপ্ন দেখে যায় দিবস শর্বরী


অশ্রু জলে ভেসে যায় সব স্বপ্ন তারই।


Poem by Rina Bhattacharjee for Jhaalmuri Boisakhi


Story by Shree Chowdhury for Jhaalmuri Boisakhi




Jhaalmuri 

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...