Friday, May 29, 2015

নদী


মাপা দুঃখ, চাপা কান্না
না বলা গোপন কিছু ব্যথা;
চাপা পরে রইল নদীর নিচে
আমার মৃতদেহের বুকে
আজও রয়েছে না বলা কথা!

নদীর বুকে পা ডুবিয়ে কখনো
যদি ভাবিস আমার সেই স্পর্শ, কথা,
যদি আমার পাশে আসিস
শবদেহ হয়ে,
সেদিন মৃত্যু বলবে কথা

আমরা হারাবো না ঢেউয়ের সাথে
মুছে যাব না স্মৃতির বেরা জালে
আর ততদিন,
আমি অপেক্ষা করব, নদীর কোলে

Poem by +Nabanita Dutta for Jhaalmuri Boisakhi





Jhaalmuri 

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...