Sunday, May 17, 2015

হঠাৎ দেখা

নিবিড়, হঠাৎই আজ তোমার সাথে দেখা
ব্যস্ত ভিড়ে হঠাৎই খুঁজে পাওয়া নিস্তরঙ্গ  শান্তি।
নিবিড়, তোমার কবিতার খাতাটা এখনো আছে?
পাতার পর পাতা কবিতা লেখা আমার নাম ধরে।
নিবিড়, তোমার চুলে পাক ধরেছে, চশমার কাঁচ ভারী
তোমার হাতে লেখা প্রথম চিঠি এখনো আমার ব্যাগে।
নিবিড়, দুদণ্ড তোমার গায়ের গন্ধ পাই
আমার নিঃশ্বাস জুড়ে তুমি।
নিবিড়, আমার ঘুম আসে না রাতে
তোমার স্বপ্ন চোখ জুড়ে নামে।
নিবিড়, আরও একটা জন্মের পরে
তোমার সাথে দেখা হবে আলোকবর্ষ দূরে।


Poem by +Debarati Bhattacharjee for Jhaalmuri Boisakhi





Jhaalmuri 

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...