Sunday, October 13, 2013

পূজো গিফ্ট

                      
অক্টোবর মাস।পুজো এসে গেছে।শীতটাও পড়ছে আস্তে আস্তে।গত দুদিন ধরে বৃষ্টি হয়ে ঠান্ডাটাকে যেন ঘরে নিমন্ত্রন করে নিয়ে আসছে।পাড়ার চৌরাস্তার মোড়ে বন্ধুমহল সঙ্ঘের পুজোর প্যান্ডেল চলছে রাত্রিবেলাতেও।এবার বাজেট নাকি পচিশ লাখ।কিন্তূ বৃষ্টিটা সব ম্যাসাকার করে দিয়ে গেল।প্রিয়তোষদের একতলার দুটো ঘরই স্যাতস্যাতে হয়ে গেছে। বাড়িওয়ালা সেদিকে নজরই দেয়না।এটা নাকি ঠিক করে নেয়া ভাড়াটের দায়িত্ত।তাই এমনই পড়ে আছে।কারন তনিমার পক্ষে তিন হাজার টাকায় সংসার চালিয়ে ঘর ঠিক করার মতো কিছু পড়ে থাকেনা।এরপর আবার সামনে পুজোর খরচ।
        প্রিয়তোষের দিকে তাকালে কষ্ট হয়।সকাল নটায় বেরিয়ে যায়।ফেরে সেই রাত দশটায়।তিনবছর বিয়ে হয়েছে ওদের।কিন্তূ প্রিয়তোষ বোধহয় একদিন কি দুদিন ছাড়া অফিস কামাই করেনি।তনিমা এমাসে খরচটা চাপিয়েছে।নিদেনপক্ষে তার মাকে একটা তাঁতসিল্ক  দিতেই হবে।আগেরবারের কাপড়তা সত্যিই তেমন ভাল হয়নি।তা নিয়ে ওর বোনেরা নাকি আড়ালে আনেক কথাও বলেছে।আসলে তিনশ টাকায় আর কত ভাল শাড়ি হয়।
        আজ প্রিয়তোষ তনিমাকে বিকেল চারটের সময় ফ্লাইওভারের মুখে দাড়াতে বলেছে।আজকে অফিসে বোনাস দেবার কথা আছে।দি ভ্যারাইটিস ক্লথ স্টোরস।এখানকার কাপড় ভাল হয়।দামটা ... যাচাই করে নিতে হবে।আবার হঠাৎ করে সূর্য জাকিয়ে  বসেছে।
-এটা কি হল।ঠিক চল্লিশ মিনিট লেট...তনিমা বোধহয় একটু রেগেই আছে।
-কিছু করার নেই।বাসটা আজ ঘুরে আসবে বলল।কন মিটিং আছে বোধহয়।কিন্তূ মাঝপথে শালার ব্যাটার বাসটা বিগড়ালো।ভাবলাম আবার অন্য বাস ধরে ৪টাকা গোনার কি দরকার।হেটেই মেরে দিলাম-তিনটাকা তো বাচলো,কি বল?...প্রিয়তোষ সহানুভূতি আদায়ের চেষ্টায়।
-তিনটাকা বাচিয়ে উনি আমায় রাজপ্রাসাদে রাখবেন
হঠাৎ খোচাটা প্রিয়তোষকে একটু বিব্রত করে তুলল।তবু সামলে নিয়ে প্রিয়তোষ বলল-সরি সরি চল এবার যাওয়া যাক।
দোকানে প্রচুর ভিড়।আসলে সবাই এখান থেকেই কেনে।সেদিন পাশের বাড়ির হৈমন্তি বউদি নাকি দুটো শাড়ি কিনেছে দুমেয়ের জন্য,দুহাজার টাকা দিয়ে।এসব ভেবে তনিমাও নিজেকে কেমন অদের কাছে নিজেকে ছোট ভাবে।
দোকানদার অনেক রকম শাড়ি দেখাচ্ছে।সবই চয়েসফুল।টাকা থাকলে সবই কিনে নিয়ে যাওয়া যাবার মত।সামনে শাড়ির স্তুপ হয়ে রয়েছে।কোনো শাড়ির পাড়টা মনে হয় অন্য রঙ হলে ভাল হতো,কোনোটার আবার রংটা।কোনোটার আবার সবকিছু ভাল হয়েও শেষ যায়গায় এসে মার খেয়ে যাচ্ছে।টাকা।তবু দুটো চয়েস হয়েছে তনিমার।একটা সাতশো,আরেকটা সাড়ে আটশো।
-দুটোর মধ্যে কোনটা ভাল বলত?
-দেখতে ভালতো দুটোই।দাম কত?-প্রিয়তোষের কাছে দামটাই আসল কথা।
-সাতশ বলছে,আর এটা সাড়ে নশো।
-কিন্তূ এত অনেক বেশী হয়ে যাবে।তাহলে তো বাড়িতে কিছু টাকা পাঠানো মুশকিল হয়ে যাবে।
-তাহলে তুমিই পছন্দ কর।তোমার মত নিরস মন নিয়ে শাড়ি কিনতে আসা যায়না।
দোকানে সবার সামনে হট করে কথাটা বলে ফেলল তনিমা কথাটা।
-প্রিয়তোষ হেসে উড়িয়ে দিয়ে হাসতে হাসতেই বলল-কিন্তূ টাকাটাও তো ম্যাটার করে।
সঙ্গে সঙ্গে তনিমা দোকান থেকে উঠে বেরিয়ে এল।দোকানদার অপ্রস্তুত হয়ে ডাকতে লাগল-কি বউদি কিনবেনা?
-আপনার দাদাকে বলুন।
-তিন চারটে ইয়ং ছেলে বোধহয় কিছু কিনতে এসেছিল।সুযোগ পেয়ে বলে বসল-দাদা বোধহয় এসির হাওয়া খেতে এসেছেন।
      বাড়ি গিয়েও ওদের  র থেকে অনেক রাত অবধি আওয়াজ পাওয়া গেছে।তনিমা বলতে লাগল-বিয়ে করার সময় মনে ছিলনা কথাগুলো? কোনো দায়িত্ত পালনের ক্ষমতা যখন নেই তখন আমাকে কেন, কোনো অনাথ আশ্রম থেকে কাওকে ধরে এনে বিয়ে করলেই পারতে।
প্রিয়তোষ ভাবছে আজ কেন উঠছে কথাগুলো।কলেজ থেকে বাড়ি ফেরার সময় যেদিন ভিজে গায়ে হেটে যাওয়া মেয়েটাকে ছাতা এগিয়ে দিয়েছিল সেদিনই কি ভাবা উচিত ছিল আরো বেশি করে-না সেতো কিছু ভাবেনি।কিন্তূ রিলেশনটা গড়িয়েছে অনেক দুর।তনিমারা বিত্তবান।ওর বাবা ব্যাঙ্কের ম্যানেজার।তনিমার বাড়ি থেকে মেনে নিতে পারেনি।প্রিয়তোষের তখন কিই বা দাম ছিল,সামান্য একটা মেডিক্যাল রিপ্রেসেনটেটিভ।তবু ভালবাসাই হক বা সাময়িক আবেগেই হোক তনিমা বাড়ি ছেড়ে বেরেইয়ে এসেছিল একেবারে।প্রায় একবছর ওর বাড়ি থেকে মেনে নিতে পারেনি।পরে অবশ্য সব ঠিক হয়ে গেছে।

পরদিন অফিস থেকে ফেরার পথে প্রিয়তোষ ওই দোকান থেকেই সাড়ে সাতশ টাকা দিয়ে শাড়িটা কিনে নিয়ে এল।কিন্তূ ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল।মাঝে একবার বেরিয়ে ছিল।মধুদার দোকান থেকে চা খেয়ে এল।ফ্লেকের প্যাকেটটাও শেষ হয়ে গেছিল।আজ আর ফ্লেক না।একটা ক্লাসিকই কিনল।আবার ঘরে এসে দরজা বন্ধ করে দিল।রাত ১১টা অবধি দরজা বন্ধ দেখে ধাক্কাধাক্কি করে দরজা খোলা হল...
    একটা লোক যেন অনেক চিন্তা মাথায় রেখেও নিশ্চিন্ত মনে চলে গেছে আনেক দূরে।পুলিশ আসছে।পোস্ট মরটেম হবে ,কোনো সুইসাইডাল নোট নেই যে তনিমা খাটের পায়ার কাছে মাথে খুটতে খুটতে বলছে "আমিই খুনি।আমিই ওকে মেরেছি।আমায় নিয়ে যান,ফাঁসী দিন আমায়।"
    সবকিছুর আয়োজন করে শ্মশানে নিয়ে যেতে একটু দেরীই হয়ে গেল পরদিন।ইলেক্ট্রিক চুল্লীতে সব যেন খুব তাড়াতাড়িই নিশ্চিহ্ন হয়ে যায়।পাড়ার বন্ধুমহল ক্লাবের ছেলেরা ম্যাটাডোরে ফিরছে ...হই হই করে।কাওকে ভাসান দিয়ে এল ।তনিমারা ফিরছে ট্যাক্সি করে।তিনবছরে এই প্রথম্বার।ফ্লাইওভারে উঠবে ট্যাক্সিটা।
দি ভ্যারাইটিসের সামনে চোখে পরল-বড় বড় করে লেখা..."আজ থেকে পুজার কেনাকাটায় ৪০% ছাড়।"
মার শাড়িটা বিছানার ওপরই পড়ে আছে...পুজোয় কি আর দেবে ওটা......

Authored by Rajib Chowdhury

Saturday, October 12, 2013

Grilled Chicken

Preparation time: 15 mins
Marination time: minimum 2 hrs
Cooking time: 40 - 60 mins
 
 
Ingredients & Preparation:
 
1. Chicken (whole leg) - 4 pieces (approx. 650 gms),
2. Salt - as per taste
3. Turmeric powder - 1 tsp
4. Chilli powder - 1 tsp (or according to taste, may even be skipped)
5. Vinegar - 2 tsp.
    [ Tips: May be substituted with hung yoghurt, however, if time is short for marination, would prefer vinegar over yoghurt. ]
6. Lemon juice - 2 tsp. (optional)
7. Garam masala powder - 1 tsp
8. Roasted cumin powder - 2 tsp ( dry roast some whole cumin seeds and grind in a mixer-grinder, adds an excellent aroma)
 9. Coriander powder - 1 tsp
10. Ginger paste (freshly ground) - 3 tsp
11. Garlic paste (freshly ground) - 3 tsp
12. Mustard oil  - 1 tsp
13. Butter (softened) - 2 tbsp
 
 
Method:
 
Wash the chicken pieces thoroughly and make cuts or light slits on the more fleshy portions. Now add the ingredients (1 to 12) one by one to the chicken pieces and mix evenly to prepare the marinade, leave the chicken to marinate for atleast 2 hours. If you are leaving the chicken for overnight marination, keep it in refrigerator. Please note that the marinade should not become too thin, rather it must properly cover the chicken pieces, make sure the marinade is rubbed inside the slits and cuts of the pieces for better flavors.
 
Pre-heat the microwave oven at 200 degrees. Meanwhile place the well-marinated chicken pieces on the metal grill rack (choose the higher one that places the pieces closer to the top for faster cooking). Take care that the more meaty part is placed towards the center and the bony part on the outward side, for example, place the meaty side of the leg-piece towards the center of the metal grill rack and bony end on the outer side. Now, place the grill rack on the turn-table, start the microwave in grill mode for 10 mins (be careful not to use combi mode i.e. micro+grill, choose only grill mode). After 10 mins, brush up some softened butter on the chicken pieces and again grill for 10 mins. Then turn the pieces upside down and butter the pieces, grill for another 10 mins. Repeat the same for another 10 mins [i.e. 20 mins for each side with a break after 10 mins to butter the pieces, totaling to 40 mins]. Buttering helps nice browning of the surface of the pieces. If you find any piece getting burnt look, turn it and place the other side upside or towards the center for even grilling. If the pieces are small or less fleshy, it may not be required to grill for 20 mins each side, rather reduce it to 15 mins and butter the surface after 7-8 mins, so total grilling time would be around 30 mins.
 
Once the pieces are evenly brown and nicely done, stop the oven. Sprinkle some Chaat masala and Black salt over the chicken pieces if desired. Serve hot with green chutney (ingredients and method given below), salad (onions, carrots, cucumbers, tomato etc.) and lime pieces.
 
 
For Green Chutney:
 
Wash a small bunch of coriander leaves thoroughly, cut out the roots and chop coarsely. Now put the coriander leaves in a mixer jar, add 2 tbsp yoghurt, 1 green chilli and grind into a even paste. Optionally, you may add some drops of lemon juice for the extra tangy kick. Add salt to taste, green chutney is ready.
Variations: Pudina leaves may also be added, or a clove or garlic if you like the aroma of garlic, or few raw mango pieces for a different flavor.


Recipe by Debapriya Sur

Cardamom Cake


Ingredients:
Plain flour-1 cup
Sugar powder-1 cup
Cream milk- ¾ cup
Milk maid-1/4 cup
Butter-1/2 cup
Vanilla essence-1 drop
Cardamom powder -1/2 tsp.
Cardamom essence-2 drops
Egg -3 nos.
Chopped dry fruits ( Cashew nuts, apricot ,walnuts, Raines)-1 cup
Baking powder -1/2 tsp.
Vinegar-1/4 tsp.

Method:
Take milk in a small mixing bowl. Milk should be of room temperature. Spread vinegar on it. Don’t shake. Leave it ½ an hour.
In a big another mixing bowl mix flour, baking powder and sugar powder.
In a another bowl beat well the egg. Mix with it gradually butter, milk, milk maid, cardamom powder and essence and vanilla essence. Blend well.
Now pour slowly this egg mixture in the flour and make a smooth batter. Mix the chopped dry fruits with it and leave beside one tbsp. for garnishing.
In a baking mould grease butter or oil, then spread flour and pour the cake batter. Spread on it rest of the chopped dry fruits.
Preheat the oven 190 degree centigrade.
Bake for 40-45 minutes and its ready to eat.
Can be serve with Tea. 

Recipe by Urmita

Jhaalmuri on "Durga Puja Parikrama" Android app from Socially Yours 24X7

Dear Jhaalmuri friends, 
We are now on Android world. Our blog is featured in the "Durga Puja Parikrama" Android app 

Google Play store link: http://goo.gl/x5S7DQ

Keep sharing the news and the happiness of Durga Puja.

Cheers.

Friday, October 11, 2013

Sei Jhaalmuri

Chotobelai khela fele
thammar theke poisa churi,
samanno sei poisa die
kine khetam jhaalmuri.

ektu boro holam jokhon
siter sondhai lepmuri,
bonera ditam chutie adda,
r jomato sei jhaalmuri.

akhon thanda restora te
sob ache tobu gache churi..
chotto sundor muhurto r
chirodiner sei jhaalmuri.


Composed by Muniya Biswas

MSDurga



Created by Subhra Halder

Thursday, October 10, 2013

Enjoy Durga Puja on your Smartphone - Android Durga Puja Parikrama App

Wish you a very happy Durga Puja.
Durga Puja Parikrama - screenshot
This year, enjoy Durga Puja through your Android smartphone:
"Socially Yours" has launched an Android Durga Puja Parikrama App (free), available at Google Play store (https://play.google.com/store/apps/details?id=com.sociallyyours.pujoparikrama)
- You can view the Kolkata Puja pics through this app - You can find the route map from your current location to the best pandals in Kolkata - And to share your clicks to this app, drop a mail to socially.yours247@gmail.com

Have a great time ahead.

Thursday, October 3, 2013

Wednesday, October 2, 2013

Know the Gang: Anindita:Kuheli:Subhra:Debarati:Urmita:Arijita




Anindita Das is a teacher by profession and mother to a lovely toddler. She loves reading novels in her pastime, Aranyak being her favorite among the rest. Sensible and workaholic is what she likes describing herself as. She loves travelling and North Bengal is her favorite destination. Jhaalmuri Puja Edition features a lovely poem by her "Ubacho".
Responsible and Caring Kuheli Basu is a software engineer by profession. An ice-cream addict Kuheli likes to hangout at KFC and MacD. Sketching is her favorite pastime. You can view wonderful sketches by her in Jhaalmuri. She is a pro in making hand-made greeting card and she too has a passion for travelling. We feature two sketches "The elephant-headed scribe" and "The Tiger" by Kuheli.


It requires a whole lot of patience and loads of passion for creating superb pieces of art in MSPaint. Subhra Halder, is an expert in composing wonderful pictures in MSPaint. You can find her masterpieces in Jhaalmuri. Software engineer by profession she loves sketching in her pastime. A bong- true to the core, cool and open-minded Subhra loves luchi and alur-dom. Jhaalmuri features two of her creations " Leap of Joy" and "Phagun legeche bone bone".



Simple and candid Debarati Bhattacharjee is an electrical engineer by profession. Debarati loves reading detective stories and listening to music in her pastime. Purono Shei diner kotha is her favorite song. Shillong is her hometown and Shillong peak is her favorite hangout joint. She composes beautiful poetry and is a pro in recitation. You get mesmerized hearing her rendition of Tagore's Shesher Kobita. Jhaalmuri Puja Special features Debarati's "Bhule Jawa Shei Sob"


Passionate about cooking is the best way to describe Urmita Ghosh. Mother to a smart little toddler Urmita is in love with cooking. Experimenting with food is her hobby. You can have a glance at her recipes in her personal blogging space http://umekitchen.blogspot.com. In her pastime she tries different handicrafts like quilling, glass painting. She too loves travelling to hill stations. Jhaalmuri puja Special mouth recipes by Urmita and a poem by her " Jiggyasa"


Arijita Das likes decribing herself as independent and vivacious. She loves painting and creates wonderful sketches. She loves chatting in her pastime and Park Steet coffee shops are her favorites hangout joints. She enjoys reading Ruskin Bond collection. Andaman and Nicober islands are her favorite tourist destinations. We feature two creations by Arijita "The Lady" and "La Belle Dame"



Tuesday, October 1, 2013

Know the gang: Sreyasi & Sucharita


Simple and calm, Sreyasi is a software engineer by profession and stays at far-away Calgary in Canada. Music is her deep-rooted passion and she spends her pastime singing and listening to music. A lover of skies her favorite hangout is on the banks of Ganges and the Bow river at Calgary. Jhaalmuri Puja Special Edition features a beautiful poem "Hotath Ekdin" composed by Sreyasi. 










Foody is what Sucharita likes to describes herself as. Sucharita Das Ghosh, a software professional and a mother to a cute little hero. From sizzlers to street food she tries every new cuisine. She loves hopping to any new food joint and can guide you with her restaurant reviews. Food lover Sucharita spends her pastime cooking and listening to music. Jhaalmuri Puja Special features Sucharita's composition "Akash Janaan Dicche", a poem celebrating the festive season.






Come back to this blog or our Facebook page on 4th October to read "Akash Jaanan Dicche" from Sucharita and "Hothat Ekdin" from Sreyasi on our Jhaalmuri Puja Special.

Monday, September 30, 2013

Know the gang: Moumita Ghosh Ball

Moumita, jovial and down to earth is a software professional and a mom of a highly active one year old angel. She is an ardent SRK fan and from 'Raju Ban Gaya Gentleman' to 'Chennai Express' - all are her favorites. She enjoys listening to music and reading novels during her pastime. Moumita is one of the core Jhaalmuri gang members and the primary conceptualizer of this creative venture. Jhaalmuri Puja special features Moumita's hilarious comic series Swargo Martyo ar LIC Part 1 and Part 2
Come back to this blog or our Facebook page on 4th October to read the hilarious account of Mahadeb's travel from Kailash to Howrah on our Jhaalmuri Puja Special Edition.

Sunday, September 29, 2013

Puja Special - 5 days to go

The Cover page is now ready. 
Come back to this blog or on our Facebook group on 4th October to get your copy of the Puja Special edition of Jhaalmuri - Our Little Creations.


Monday, September 23, 2013

Vanilla Cookies




Ingredients:

·         Plain flour- 1and 1/2 cups
·         Butter -1/ 2 cup
·         Sugar powder- ¾ cup
·         Baking soda-1 pinch
·         Baking powder-1/2 tsp.
·         Milk -2 tbsp.
·         Vanilla essence-2 drops
·         Cookies cutter- Whichever shape you like

Method:      
                                   
·         Take a mixing bowl. Put in it all the ingredients except milk and mix it well.
·         Then pour milk and make soft dough.
·         Leave it with cover at least ½ an hour.
·         Now from dough make equal small balls and press with palm.
·         Cut with cookies cutter and place it in baking tray.
·         Preheat the oven 180 degree centigrade.

·         Bake for 18-20 minutes.

Store in air tight container


Recipe by Urmita




Monday, September 16, 2013

আকাশ জানান দিচ্ছে


আকাশ জানান দিচ্ছে, পুজো এলো বলে/
নারকেল গাছের মাথায় অলস ভাবে আটকে থাকা একটা ঘুড়ি/
Dairy  র পাতা উল্টোনোর মত মন টা ফ্ল্যাশ ব্যাক এ /
স্কুল থেকে ফেরার পথে মন আনচান - ঠাকুর এলো কি pandal ?
ঘুম চোখে ঢাকের বোল আর ধুনোর গন্ধে ষষ্ঠী/
৫০ পয়সার আচার ,আঙ্গুল চাটার ধুম/
চোখ জল এ ভরিয়ে নির্বিকার চিত্তে ফুচকা /
সারাবছরের যা কিছু নিষিদ্ধ/
নতুন জামার গন্ধ, ঠাকুর দেখতে যাওয়ার তাড়া/
বিজয়ার প্রনাম আর আড্ডা/
এখন অনেকটাই  বড় হয়ে গেছি/
 ঢাকের বোল আর শরতের আকাশ তবু আজও আনমনা করে /
এক চিলতে ছোটবেলাকার আমি এখনো আছি আমার মধ্যে - বেঁচে আছি



Author - Sucharita

Wednesday, September 11, 2013

Did He who made the lamb make thee?


"Tiger! Tiger! burning bright
In the forests of the night,
What immortal hand or eye 
Dare frame thy fearful symmetry? "


Art by Kuheli

Sunday, September 8, 2013

স্বর্গ মর্ত আর LIC - Part 2

মর্ত

“স্যার, একটা নতুন case আছে”
“Good job “Excellent performance” বললেন বস ।
“কত amount? কোন টাইপ? সাব টাইপ?”
“স্যার”, রমেশ ভাবছে কি বলবে। এদিকে লোকটা যে নাছোড়বান্দা । 
“স্যার, ভগবানের নামে করতে চায়”
“Yearly premium টা কি হবে?”
স্যার ভাবলেন রমেশ বোধহয় resign করবে, তাই যাওয়ার আগে বস এর সাথে ফাজলামি করছে বা বেশি চাপ নিয়ে ফেলেছে ।
“রমেশ তুমি কদিন ছুটি নাও বউ বাচ্চা নিয়ে কোথাও ঘুরে এসো, কদিন বড় কাজের চাপ গেছে”
“না স্যার আমি serious” বলল রমেশ। খুলে বলল রমেশ তার বস কে ।
“করে দাও” “টাকা যখন গৌরী সেন দেবে তখন ভগবানের আর শয়তানের, Whats in a name? তোমার এই Case টাকে next appraisal meet এ highlight করতে ভুলো না যেন “
“কাল এই লোকটার সাথে appointment fix করে case টা settle করে নাও”
রমেশ একটু নিশ্চিন্ত বোধ করলে, কিন্তু মনে মনে খচ খচানি লেগেই থাকল এই ভগবান টগবান নিয়ে ফাজলামো - “হে ঠাকুর অপরাধ নিও না”



পর দিন সকাল

Name মহাদেব
Surname ঠাকুর
Address কৈলাস নগর
Country ইন্ডিয়া
Age ?????????????? কি বসাবে রমেশ “৪০ না ৩০” “নাহ ৩০ বড্ড কম হচ্ছে ৩৫ ই থাক”
বয়সের যার গাছ পাথর নেই তার ৩০ ই বা কি? ৪০ ই বা কি?
এই data ই ভরে দিল রমেশ LIC ফর্ম এ।
“কি স্যার, খুশি তো ?”
“শুধু খুশি না নিশ্চিন্ত ও, গণেশ বাবাজির একটা হিল্লি হল।”


হাওড়া station এ পুরি এক্সপ্রেস এসে থামল
বাক্স প্যাটরা ছেলে মেয়ে বউ নিয়ে হিমশিম খেতে খেতে এক ব্রাহ্মণ ঠাকুর একটি হোটেল এ ঘর খুজতে এলেন।
“ও দাদা , ঘর ফাঁকা আছে না কি?”
হোটেল ম্যানেজার চশমার ফাঁক দিয়ে বাক্স প্যাটরা ৪ ছেলে মেয়ে আর বান্দরের গলায় মুক্তার মালার মতো দুর্গা ঠাকুর টি কে এক নজরে দেখে বললেন “ আছে ২০০ টাকা ভাড়া”
“দুউউউউশওওওওওও” “ঠিক করে বল ভায়া অতো দিতে পারব নি, এক শত টাকাই ধর”
“পাসের হোটেল দেখো ঠাকুর"
মুখটা কাচুমাচু করে ব্রাহ্মণ বলল “ ঠিক আছে, তাই দাও এদের নিয়ে আর কোথায় ঘুরব”
“ঠিক আছে নাম ধাম বল”
“নাআআম?”  “মহাদেব ঠাকুর”
“বাসা?”  “কৈলাস নাগার পুরি”
“বয়স?”  “ঐ বছর ৩৫ লেখো না”
                                                       to be continued.....

To read স্বর্গ মর্ত আর LIC part 1 click here



Authored by Moumita





Monday, September 2, 2013

উবাচ


সকালবেলা ঘুম থেকে তোলা,
কচি দুটো হাতের জড়িয়ে ধরা;
স্বপ্নমাখা, নিষ্পাপ চোখ খুঁজে ফেরে;
ভালবাসার নিরাপত্তা আমার কাছে
ঘর ভেসে যায় দুষ্টুমি আদরেতে,
মন ভেসে যায় মাতৃত্বের তৃপ্তিতে

তারপর আসে সেই ক্ষণ ধীরে ধীরে,
নাড়ির টান শিথিল করে দ্রুত পায়ে;
ছুটে যাই রোজ বৃহৎ কর্মযজ্ঞ মাঝে।
বুকের মধ্যে কিসের দংশন জ্বলে?

‘বিদ্যা’ নদীর ‘শিক্ষা’ নৌকায়,
কলম হাতে আমি দাঁড় বেয়ে যাই
শিক্ষার্থীরা পার হয় একে একে,
নিরাপত্তার ছোঁওয়া এখানেও থাকে।
যদি বিশ্বাস আর সম্মান রয়ে যায়;
শিক্ষার্থীরাও সন্তানসম হয়ে যায়

বিকেল বেলায় শেষ ঘণ্টার সাথে সাথে,
মনের মধ্যে সুক্ষ অনুভব জাগে;
নাড়ির টানের পাশাপাশি কোনখানে,
“ভরসার টান” রয়ে যায় মন মাঝে।


 -- আনিন্দিতা দাস
Related Posts Plugin for WordPress, Blogger...