Monday, June 30, 2014

Wait


I got down from the bus ..picked up a rose...red of course...decided to walk upto the tank...it was 7.15PM and we were supposed to meet at 7.30PM...I had a luxury of covering a distance of 5 minutes in 15....

A day back , around this time , I was waiting for her to get down from auto at the street next to her home...she came...entered the lane and walked towards her home...i sprinted across from the other side of the street..into a lane that would join exactly at their home...hoping she hadn’t reached already....huff...she hadn`t...by a margin of a few steps!!...I caught hold of her hand and took her to the other side of the next house...

hi!!....

a little startled by the suddenness...hi!!...she said...

Sorry for this...wanted to meet you .... I paused for a split second just to check her reactions, just to find the little glitz of interest in what I was about to say...i couldn`t be sure if I saw it...

I have got a job....and I am leaving day after tomorrow....

Ok..accha...wow!! that`s great!! 
...there was such a mild touch of ingenuity that I wondered if the wow reaction was indeed a wow..or it was pretimed, just to cut short the moments...making me happy of her acknowledging it...with the whiff like...ok, fine, can I go?  There was a moment of lull and I expected her to ask some thing..maybe...where it was?...what was it? ...there was nothing...

Will you meet me before I leave?

...oh yes...ammm...okay!! ...tomorrow evening at 7.30...okay..!!?

okay...

I rushed home floating...woo...!! I impressed her!! Did I? I think so...and she loves me...!! Does she? Oh yes!! Sure?...yes, of course...my own little demons were ignored in my small moment of flight.
The age old filmy scenes rolled out ...while the big eyed day dreamer in me took a centrestage... I will go out to build a career and will keep in touch ...we will love each other deeply...I will come home on leaves and share with her, my stories...my experiences , she will wait to hear those , eagerly, she will miss me ... we`ll marry... a flightful bagfull of wonderdays and ...and...oh god!!...she`ll be mine...we`ll have a home...and...and... BAAANGGGG!! What!!? Well, that was the bathroom door being hit by my sister.... oh god..!! See..you broke my entire life`s plans...and instead of saying sorry...you are yelling at me!!?? What`s happening...nobody understands!!

I reached in time, well , before time for a change and looked around...just hoping to see her waiting too...ha!!...waiting!!...girls!! too much man!! The panshop red lips looked at me...had he seen umpteen waiting folks like me today?...did I look different from the rest? Was my hair green or my pants pink..!!?? no...then why!!??? I am leaving by tomorrow morning 6AM train , need to pack , today is  Bilu`s bday and there is a dinner at Manti`s, chicken chaap and rumaali...wow!!..they don’t even know that I`m leaving tomorrow, they`ll study ..while I`ll be on this job...lucky me!! I am their hero!! Too much in a short span...but seeing her was important...taking her hand in mine was important...she was important...everything else could wait...I`ll find time for everything else..she must be on her way...may be not getting an auto...or is she walking? Yes , may be. May be, she`s picking up something for me, oh yes,that`ll be nice , I will keep whatever she brings with me always, thinking of her. We met here last month, she came on a cycle, and I on by bike...okay...hero cycle...my bike...i know how to ride it with two hands free...would keep my bag with books on the front...leave my hands...open the bag chain...take out the hidden four square and the matches...then style bhai...oh style bhai...!! I light up the stick with my hands free with the match in one stroke...while the bike is on move...pure genius man...pure genius..!! Amir Khan in the scene from the movie..akele hum..coming on to the bridge...hands free and shoving his hairs with two hands...oh...!! ultimate!! U rock man!! I too can...this bridge beside the tank...I have done it so many times...each time hoping that she passes by to look with a shock and awe in her eyes...ha!! the world looked ...except her....
It`s 8 now...was she busy with her tuitions? May be?  Will she come....err...not sure...ok another 15 minutes and then I`ll leave.



It`s 8.30 now and I just dumped the roses into her verandah in angst...didn`t she remember? Didn’t she say she`ll meet me? Didn’t she love me? Does she know how I wanted to see her? Maybe she knows all and that`s the reason for not coming. Good bye. Good luck...



- Story composed by Digbijay Bandyopadhyay for Kolom


Wednesday, May 21, 2014

একবিংশ শতাব্দির প্রতি


হে গর্বান্ধ উদ্ধত একবিংশ শতাব্দি
তোমার সর্বাঙ্গে দগদগে ঘা
হিংসার পূজারিরা তোমার সর্ব দেহে
কলঙ্ক রেখা এঁকে দিয়ে
তোমার ভবিষ্যৎ কে অন্ধকারে ঢেকে রেখেছে ।
তোমার ক্ষুধার্ত থাবা –
কেড়ে নিয়েছে শান্তিপ্রিয় মানুষের ঘুম ।
তাদের প্রিয় আবাস ভূমি –
তাদের আপনজন, তাদের ভালবাসা
তাদের স্বপ্ন, তাদের চাওয়া, না চাওয়া ।
তাই –
বিশ্বজুড়ে অগনিত মানুষের ক্রন্দন ধ্বনি
পৃথিবীকে আজ নরক করে তুলেছে ।
কিসের গর্ব তোমার?
কিসের অহংকার?
বিজ্ঞানের?
ছি ছি।
বিজ্ঞানকে পায়ের তলায় পিষে –
পৃথিবীর রাজা হতে চাও?
দমন নীতি ও শোষণ নীতির আশ্রয় নিয়ে
রাজা হওয়া যায় না ।
রাজা তুমি হতে পারবে না
তুমি নত হতে শিখো –
ভালবাসতে শিখো
সমদৃষ্টি ছড়িয়ে দাও পৃথিবীর চারিদিকে।
এভাবেই তোমার প্রায়শ্চিত্ত হবে।

Composed by Dr. Leena Sikidar

Tuesday, May 20, 2014

Color of Life Contest Result

Hurray!!!



We are glad to announce the winner of the first Jhalmuri contest, the Color of Life. 
http://from-the-jhalmuri-corner.blogspot.in/2014/04/color-of-life.html

Coloroma by Debanjana Roy Chakraborty 



Buy JONATHAN LIVINGSTON SEAGULL A STORY: Book
Congratulations to Debanjana. 

She gets a copy of Jonathan Livingston Seagull by Richard Bach for winning our first Jhalmuri contest.

Thanks everyone for participating and thanks for the encouragement.













Thursday, May 8, 2014

Tomar Pratikhai

Composed by Sudipa Das

akashe az megher sari
bristi jhum jhum
roduur to faki dilo az
chokhe anbe bole ghum..
tumi bolechile asbe..
jani bhram chilo hoito
tobu mone hoi
paye paye chole jai
jekhane swapno anonto..
jekhane..
nei kono duschinta
nei kono shanka
nei kichu haranor bhoy
nei kichu duhat bhore onek paoyar akhankha..
sekhane dariye dakbo tomake
dekha dio sudhu ekbarer tore..
kichu chaibo na,biswas rekho ektu..
bhoy peo na..
sudhu oi du chokher jhiliker majhe
haranor sukh kei ba jane..
ami jani tai dakchi tomai,
ei megh mallar sazabe akash
tomar amar pratikhai..

Tuesday, May 6, 2014

Movie Review - 2 States

A Review of 2 States

By movie buff Sucharita Das Ghosh

Jhaalmuri Rating : 3.5/5




It is always a risk to watch a movie based on my favorite book. Because I have read the novel or book many times and remember every single bit of it and keep on comparing with the movie. Finally end up cursing the editor or script writer and the director for the injustice with the novel. There are very few movies which can really hold the essence of the original story. I must say “2 states” is one of them. It is a love story of two budding MBA ‘s Krish and Ananya studying in IIM , Ahmadabad , and the story starts there. How they became friends gradually and fall in love. They got job and want to get married, but their parents are against it as they belong from different community. So here the struggle begins to get their parent’s permission. Krish tries to convince Ananya‘s parents, to some extent he becomes successful. Ananya visits Krish’s place, meets his mother, and tries to cook dinner and fails. But in Krish’s cousin’s marriage party she gets a chance to impress Krish’s mother and relatives. But that is not all. Now the boy’s family has to like the girls family and vice versa (sigh!). So they go for a vacation together which ends up in a disaster and Ananya breaks up with Krish leaving him nowhere.  Finally Krish’s dad whom Krish hated since childhood meets Ananya’s parents and sorts out everything. Arjoon Kapoor and Alia Bhatt makes a perfect pair as Krish and Ananya. Ronit Roy is very significant as Krish’s angry dad. Amrita singh makes a perfect Punjabi mom. Revathy and Shiv Kumar Subramaniam is just so right as Ananya’s parents. Overall the movie is sweet and subtle. Alia Bhatt is spontaneous in her acting. In few scenes I feel Arjun Kapoor could have done better, like where he is saying Ananya that he pretends to be is friend where as he wants her to be his girlfriend. The location is just awesome where the marriage ceremony is held. Overall, I would rate it 3.5/5 and recommend to watch it. It will surely entertain you and may bring some flashbacks of your own life!!!

Restaurant Review - Chilli's

We never read or heard much reviews of Chilli’s . but did not think twice step inside as we were attacked by hunger badly yesterday.
It is in Quest,a new shopping mall at Syed Amir Ali avenue. It was semi crowded and did not require any prior reservation, might require on weekends. Anyone who loves to try new food would surely be delighted with the menu card. Chilli’s serves Tex- Mex food. The menu card was quite mouth watering along with the big colorful pictures of the dishes. As an appetizer we ordered Tripple Dipper which contains a good portion of Chicken wings, chicken crisps and South western eggrolls with three type of dips.


Chicken crisps are really good, if adding more “l” s in “really” can reflect my satisfaction for chicken crisps , then you can add as many as you want. We ordered cheese balls , which was hot and crispy and a good pair with blueberry iced tea. I personally did not like the iced tea as it was a bit dull. They have mango iced tea also which I am planning to try in my next visit.As main course we ordered Grilled chicken platter, which has a Grilled chicken breast with assorted veggies , a portion of herbed rice and sauce. They also serve Salad, pizzas ,fajitas. Altogether it was 1300 for two people including all tax etc. Ambience and assistance is good.

Tickle your taste buds , check here for menu www.chilistogo.com.


Now after “Peter Cat” , I think I have found another place to go anytime to beat the hunger.

By our official Jhaalmuri Reviewer Sucharita Das Ghosh

Saturday, April 26, 2014

Color of Life

Celebrating Life and its various Shades.

We had announced a contest in our forum on the theme - Colors of Life.
We are really overwhelmed by the response from our Jhalmuri community. Keeping up with the spirit of the contest we have selected 5 wonderful paintings. 


1. The Full Bloom
Nature in the most bright and vibrant hues.
.

Artist - Subhra 

2. Coloroma

A blend of brown and green - the mystifying spead of butterflies


Artist - Debanjana

3. The Perfection on Earth

The cool and calm nature in bright blues ans greens


Artist - Anamika

4. The Parakeet
The colorful budgie atop a colorful tree


Artist - Riddhiman

5. The Cosmos

The deity - Colors unifying the soul of life


Artist - Nabamita


Wednesday, March 12, 2014

ক্লান্তি



জমে থাকা অবসাদ দীর্ঘশ্বাস য়ে মিশে যায় ধোয়ায়, কুয়াশায়
গোপোন চোখের জলে রোজ রোজ বালিশ ভিজে যায়...

দিনের পর দিন পায় না জল বারান্দার মানিপ্ল্যান্ট পাতাগুলো
শুধু স্তরে স্তরে জমতে থাকে অবহেলার রাশ রাশ ধূলো...

বৃষ্টির ক্লান্ত জল কাঁচের দেওয়াল বেয়ে বেয়ে
অলস পথে নীচে নেমে যায় লক্ষ্যহীন য়ে...

টিকটিক ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যায়
অভিমান গুমোট বেঁধে নিরাকার পাথর হয়ে যায়...

বইএর পাতার ভাজে রাখা পাপড়ি কখন রঙ হারায়
প্রতিশ্রুতি রাখার প্রতিশ্রুতিও কখন মিথ্যে হয়ে যায়...

হাসি আনন্দের দায়ভার আর হয়না নেওয়া
সুখ-স্মৃতির ক্রমে ক্রমে ঝাপসা হয়ে যাওয়া...

নিজেকে সময় দেবার সময়টাই কখন যায় হারিয়ে
শেষ সম্বল সূর্য ডুবে গেলে আধার ঘরে শুধু একলা দাঁড়িয়ে...

Composed by Sreyasi Munshi

Saturday, March 8, 2014

The Leading Ladies in the Epics



Ramayana and Mahabharata has been retold innumerous amount of time in a multitude of languages. I have recently come across the two latest takes on the epics. One is Sita(Retelling of the Ramayana) by Debdutt Pattanaik and another one the Palace of Illusions by Chitra Divakaruni Banerjee. Both of the books have been written from the viewpoint of their leading ladies.

The great Indian epics Ramayana and Mahabharata  have had women in a very crucial role as Sita and Draupadi.Two great wars have been staged to protect the dignity and protest against the injustice done to the two primary characters in the Epics.

In Pattanaik's retelling, it tells Sita's story. Pattanaik tells the tale of Sita in a lucid way and associates each story with fantastic illustrations.

Sita An Illustrated Retelling of the RamayanaThe mystery behind Her birth: King Janaka had found a baby while ploughing a field. This abandoned child was adopted by the King and christened as Sita. Her growing up: She had knowledge of the scriptures and also the art of cooking. She was held with high esteem in her kingdom. Her Syayambar: It was destined that the greatest man on earth (God reincarnate) would be the perfect suitor for Sita. Ram had to string the massive bow of Parashurama to prove his worth and win Sita. Her exile: Sita decided to abandon the luxuries of a kingdom and follow her husband's path to 14 year long exile. Her days of exile with her beloved ended when she spotted the golden deer and pined for it. It led to her subsequent abduction to a faraway land. Her stay in Panchabati: She landed up in the beautiful garden of Ravana as a captive. Her days were spent saving herself from the evil intents of Ravana while awaiting the arrival of the husband. Her rescue: Finally the war is fought and God reincarnate saves her from the evil clutches. The scar on her: She is rescued from the captivity only to be tied up again by the evil clutches of norms of the society. She is asked to prove her sanctity and she comes out clean through the fire. The final freedom: But it is not the end to her days of trauma. Time and again society rejects her and Ram bound by culture asks her to prove her purity. Unable the bear the embarrassment she asks the earth to split and take her within. She attains her final freedom.


The Palace of Illusions is a book of another flavour. It is the story of Panchali, the story of her that she has to tell. Chitra Divakaruni has described Panchali's mind in such a beautiful way that we can relate to it. She is not a queen of the epic but a woman who shares her joys, sorrows and life with us. 
The Palace of Illusions

The Birth: Panchali springs to life from the ceremonial fire of King Drupad along with her brother Dristadummya. The growing up years: Draupadi is her father's darling and she is brought up in seclusion with great care. She too has mastery over the scriptures and the art of cooking and gains the world wisdom. Krishna the God reincarnate is her friend philosopher and guide in this journey. She is bestowed with a boon (or a curse) to bring about a great event in history. The marriage: She gets Arjuna the greatest archer as her husband through a syayambar but fate had something else for her. So on Kunti's behest she becomes a wife shared by five husbands. Her household: Panchali was married to the Pandavas when they were staying in disguise as poor brahmana. She accepted a life bereft of all finery. The relationship between Kunti and Draupadi is described by Divakaruni in a very interesting way. Later Panchali becomes the queen of the splendid kingdom of Indraprastha. The shame: She becomes a wager in a game of dice. The whole universe becomes witness to the humiliation of Panchaali in the Kaurava court. This insult to womanhood ignites the pyre of the great war. Panchaali unties her hair and vows to tie them bathed with the Kaurava blood. The win and the loss: The Pandavas win the great war, but Panchali loses her sons and the special one in her life - the one she was secretly in love with, Karna. The final journey: Panchali follows her husband and embarks on a journey to the final abode. The last walk of Draupadi is described very beautifully in this book.

These were the stories of the two leading ladies of the great indian epics from the following books.

https://www.goodreads.com/book/show/18514068-sita-an-illustrated-retelling-of-the-ramayana
http://www.goodreads.com/book/show/1774836.The_Palace_of_Illusions



Tuesday, January 21, 2014

ভ্রান্তি

লুব্ধ মানব মুগ্ধ হইয়া
ছুটে যায় পিছু পিছু
মরীচিকা ও যে মায়াময় সে যে
বুঝেও বোঝে না কিছু
যত চাওয়া যায়, বেড়ে যায় কেন
ততই চাওয়ার আশা
যত দেখা যায়, বেড়ে যায় রূপ
মেটে না যে তিয়াষা
সে যে পাগলিনী রূপে উন্মাদে
কুলুকিনী তার তৃষা
মায়াবিনী সেজে সাথে নিয়ে আসে
ভঙ্গুর ভালবাসা
ওরে ফিরে আয় মন, ক্ষুদিত পরান
বহ্নির দ্বারে দিস নাকো হানা
মোহরূপ মায়া গ্রাসিবে যে তোরে
করিবে না কেউ মানা

Composed by Urmita Ghosh

আদালত ও একটি রায়

A Story by Rajib Chowdhury

                        (১)
আমি সমীর।সদ্য কলেজ পাশ আউট।ব্যাচের বাকিদের মত আমিও একটা চাকরীর খোজে।বাবার টাকার জোগানটা এখনও অঢেল বলে আমার চিন্তাটা অবশ্য অনেক কম।সকাল বেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি।ব্যস সারাদিন ঘুরে বেড়াই। কোনদিন কোনো পার্ক, কোনোদিন জেলখানার সামনে বা কোনদিন হয়ত শিয়ালদা বা হাওড়া স্টেশনে বসে দিন কাটিয়ে দেই।শহর গ্রামে শিলান্যাশ যতটা হয়েছে সেই হারে বেকারত্ব যদি নাশ হতো তাহলে আমার মত ছেলেদের দুপুরে অন্তত এভাবে রাস্তা ঘাটে ফ্যাল ফ্যাল নয়নে জনগননা করতে হতনা।তবুও এইভাবে বসে থেকে কলকাতা আর তথাকথিত গজিয়ে ওঠা কলকাতার লোকজনের কর্মকাণ্ড আর জীবনের ফেরারী কা সওয়ারী হওয়াটাও খুব খারাপ লাগেনা আমার। আজ আমার গন্তব্য দায়রা আদালত।কোরটের রুমে বসে বিভিন্ন চরিত্রের মেলবন্ধনে যে অদ্ভত রিয়েলিটি শো হয় তার সঙ্গে কারো তুলোনা চলেনা।

কোর্ট রুমে ঢুকে প্রথমে কেসটার একটা সামারী নিয়ে নেওয়টা খুব দরকার।গভিরহাট মহকুমার একটা প্রত্যন্ত গ্রাম কামধেনু।চাষী অধ্যুষিত গ্রাম।শিক্ষা এখানে মিড ডে মিলের প্লেটে বিক্রি হয়। সাক্ষরতা এয়ারকন্ডিশ্ন ঘরের বুজে যাওয়া ঘুলঘুলির মধ্যে আটকে পরা বাতাস। এই গ্রামেই ঘটে যাওয়া এক অপরাধের শুনানি আজ।গ্রামের চাষী রফিক মণ্ডলের কিশোরী কন্যাসমার শ্লীলতাহানী ও আত্যহত্যায় প্ররোচনা।

জজ সাহেবকে দেখে বেশ ভালই লাগল।বেশ গোলগাল তরমুজের মত চেহারা।চশমাটাকে নাকের কাছে নামিয়ে ফাইলগুলো নেড়ে চেড়ে দেখছেন।সরকার পক্ষের উকিল আসামির বিপক্ষে দফা ৩০১,৩৭৬,৩৭৫,৩৮৫ ধারায় মামলা দায়ের করার অনুমতি চাইলেন।এই উকিল রা কিকরে ইন্ডিয়ান পিনাল কোডের এই সংখ্যা মনে রাখেন তা সত্যি খুব আসছরযের।এই প্রযন্ম না হলে ভুলে গেলে স্মার্ট ফোনে সার্চ মারতে পারে কিন্তু এই পঞ্চাশ পার করা উকিল যে কি করে  এত দিন সামলালেন তা বিস্ময়কর।উকিল বাবুর এই দাবী শুনে বাকি লোকজন অবাক নয়নে একে অন্যের মুখ চাওয়াচাওয়ি শুরু করে দিল।সামনে বসা পুলিশ কন্সটেব্ল তার বাবু ক ফিস ফিস করে বলল  স্যার এই সেকশন গুলোও পাবলিক কে বিলিয়ে দিলেন স্যার।

জজসাহেব সরকার পক্ষের উকিলবাবুকে কাল ভোরে ঘটে যাওয়া ঘটনা সবিস্তারে বর্ণনা করতে বললেন।উকিল বাবু ইংরেজি আর বাংলার মিক্স পাঞ্চে উকিলসুলভ ভাষায় যা বললেন তার সারমর্ম তা প্রায় এরকম যে সেদিন কাকভোরে আসামী কমলার ঘরে ঢুকে শ্লীলতাহানী করে এবং কমলা অপমানে দড়িতে আত্মহত্যা করে।কিন্তু আসামীকে জেরা করবার কোন উপায় নেই কারন তার জনসমক্ষে উপস্থিতি সাধারনের বিপদ নিয়ে আসতে পারে এবং আসামি জনরোষের সম্মুখিন হতে পারেন। তাই উকিল বাবু কোণ প্রত্ত্যক্ষ্যদড়শিকে জেরা করার অনুমতি চাইলেন। ভারতবর্ষে দোষীদের নিরাপত্তায় যা খরচ হয় তা যদি সাধারন মানুষের জন্য হতো তাহলে অন্তত কিছু লোকের কে এফ সি চিকেনের ঢেকুড় তুলে অফিস কামাই করে মোমবাতি নিয়ে আন্দোলন করতে হতনা ।

রফিক মন্ডল কাঠ গড়ায় এসে মিথ্যে না বলার প্রতিশ্রুতি দিল যদিও তার বোঝার শক্তি ছিলনা বই টিকে ছোয়ালে যদি সত্য বিনা মিথ্যা না বলার অদ্ভুত ক্ষমতা সঞ্চার হ্য তাহলে আসামীদের সোজাসুজি এই কাজটা করালেই ল্যাটা চুকে যায়।

যখন ঘটনটা ঘটেছিল তখন কমলার কাছে কে ছিল- উকিল বাবু প্রশ্ন করেন ।
ওর দুইটা ছোট ছোট বাচ্চা আসে বাবু।তারাই রা পারতাসিলো  রফিক গলার গামছাতে ঘাম মুছতে মুছতে জবাব দেয়।
-যখন কমলার ওপর হামলা হয়েছিল কোণ চিৎকার শুনেছিস তুই?
-হা বাবু।শুনসি।হে তো সন্ধ্যা হইলেই কমলা ডাহে।তা বুঝবন ক্যামনে কেল্লেইগ্যা ডাক পারসে।
-তা তুই বুঝলি কি করে কমলার রেপ হয়েছে?- রেপ কথাটা এখন এত চলিত হয়ে গেছে যে নিরক্ষর রফিকদের ও আর বোঝাতে হয়না এর মানে।
-ওসব অত জানিনে বাবু।বেটির বুহের কাসে হারামজাদা দাত বসাইয়া গেসে,মা মা চিতকারে ছটফট করতে করতে মরতি দেখলাম । দরজা দিয়া ফালাইতে দেখলাম মরদাডারে। এহন এইডারে আপনি যা কইবেন কন। হ্যেরে কে ফিরাইব।

জজসাহেব আসামি পক্ষের কোন উকিল নিযুক্ত হয়েছে কিনা জানতে চাইলেন।তা না হয়ায় অবিলম্বে তা নিয়োগ করে পরের দিন আবার শুনানির দিন ধার্য করলেন।
  
                                        (২)


আসামি পক্ষের উকিল নিযুক্ত হওয়ার পর আবার কাজ শুরু হল।আসামি পক্ষের উকিল আবার রফিক মন্ডলকে জেরা করবার অনুমতি চাইলেন। পুলিস ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে।কমলার বুকে আসামির চিহ্ন পাওয়া গেছে।

রফিক আমি আবার তোর কাছে জানতে চাই যে কমলা যে রেপ হয়েছে তা তুই বুঝলি কি করে?  উকিল বাবু কাঠ গড়ার ওপারে কোণ শ্রেনীর লোক দাড়িয়ে আছে তা বুঝে নিয়ে গলার স্বর ওপরে তুলে নিলেন।
-          বাবু আধখামচা শরীর নিয়া কাতরাইতে কাতরাইতে মিইস্যা গেল।
-          তাতে কি প্রমান হয়ে যায়?
-          কমলার কটা বাচ্চা?
-          দুইট্যা বাবু।
-          কমলার চরিত্র আগে থেকেই যে বাইরের মুখো তা আদালত কে গোপন করা হয়েছিল।স্যার আমি আদালত কে একটি বিষয়ে অবগত করতে চাই যে রফিক মন্ডল কমলাকে তার রোজগারের এক অঙ্গ বানিয়ে নিয়েছিল।কমলার বাচ্ছার কোনো রেকর্ড নেই।এর আগেও রফিক টাকার লোভে কমলা দু মাসের দুটো বাচ্চাকে বিক্রি করেছে।
-          জজ সাহেব এই বিষয়ের সত্যতা জানতে চান।
-          রফিক কাচুমাচু শরীরে বলল  জী হুজুর।কোনো উপায় তো আসিল না।আগেরবার সব ধান খরায় শুকায়া গেল।কোনো টাকাই উথলনা। এ বছর ফলন ভালই হইসিল।শহরের গোদামে নিয়া গেলাম।বাবু কইলেন অতি ফলন।দাম পামুনা ভাল।মহাজনের টাকা মেটাইতে আর উপায় আসিল না।
-          এটাকি সত্যি তুমি কমলাকে নিয়ে অন্য চাষীদের বাড়ি যেতে আর কমলাকে নোংরা কাজকরমে ব্যবহার করতে।
-          হ্যাতে অন্যায় কি বাবু। যা করলে দুইটা লোকের পেট ভরব তা করলে দোষ কি বাবু।
-          স্যার আমার মনে হয় এটাই যথেষ্ট যাতে প্রমানিত হয় যে কমলা অতিশয় দুশ্চরিত্রা ছিল। সে তার দেহ কে বাইরের সমাজের কাছে ব্যাবহার করেছে।আসামী নাবালক হওয়ায় মুহূর্তের প্রলোভনতায় অন্যায় করে ফেলেছে।

এক নতুন মোড় নিয়ে আসলেন আসামী পক্ষের উকিল।জজ সাহেব আসামির বয়সের রিপোর্ট জানতে চাইলেন।পুলিশ রিপোর্টএ জানা গেল স্থানীয় কোনো যায়গায় বয়স নির্ধারণ করা যায়নি কারন তেমন কোন পরিকাঠামো নেই এই অঞ্চলে।

কেসটা বেশ জটিল ও মজাদার হয়ে উঠছে।এত্ত বড় দেশ।৬০ কোটি লোক নিজেদের শিক্ষিত বলে দাবি করে।সেখানে একটা জানা অপরাধকে শাস্তি দিতে বিচারব্যবস্থার আঙ্গুল কাপছে।একটা সাবালক অপরাধ যদি নাবালক করে তাহলে তার দোষ কে মার্জনা করা যায় অনায়াসে।পুলিশ রিপোর্ট থেকে জানা গেল যে আসামির বয়স নির্ধারণ করা যায়নি।তবে তার জিন বিন্যাস থেকে যতটুকু বোঝা গেছে যে যৌবনকালে অবতীর্ণ হলে সে সাড়ে ৫  ৬ ফুট লম্বাই হত।কিন্তু বর্তমানে সে তার থেকে ৫ ইঞ্চি কম আছে। এর থেকে তার কৈশোরকালের অস্থিরমস্তিস্ককে প্রমান করা যেতেই পারে।উকিল বাবুর হোম ওয়ার্ক সরকার পক্ষের উকিলের থেকে বেশ ভাল মনে হছে।

জজসাহেব রায় শোনানোর আগে একটা বিরতি চেয়ে নিলেন।আমিও সওয়াল জবাবের মাঝে বুদ্ধির গোড়ায় ধোয়া দেওয়ার সুযোগ পেলাম।চা আর ধোয়ার অদ্ভুত সমন্বয় সঙ্গে বাঙ্গালির আর্থ সামাজিক চিন্তা যে কে কিভাবে শুরু হয়েছিল তা কোনও উইকিপিডিয়াও খোজ করতে পারেনি।
 চা খেতে খেতেই ভাবছিলাম কামধেনু কান্ডের কথা।একটা মেয়ে গ্রামে রেপড হল।গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল।যে এত বড় অন্যায় করল সে নাবালক। তার বয়স তার অন্যায়কে লঘু করে দেয় আর রফিক মন্ডলের দারিদ্র কমলা কে বানিয়ে দেয় দুসচরিত্রা।আমাদের  সমাজ আর আইন কাকে দোষী করবে?মায়ের থেকে মাতৃত্ব ছিনিয়ে নেওয়ার অপরাধ বেশি না ক্ষিদের তাড়নায় জীবন থেকে শ্বাস কেড়ে নেওয়া বেশি দণ্ডনীয়। নানা চিন্তাই ঘুরপাক খাচ্ছিল হঠাৎ খেয়াল করলাম যে আদালতের শুনানির সময় হয়ে এসেছে।তড়িঘরি করে দৌড় লাগালাম আদালতে।

জজসাহেব মুখে সুপারীর দানা ভরে সব কাগজ নিরীক্ষনে ব্যস্ত।রফিক মন্ডলের ছখে মুখে হতাশা।আমরাও অধীর আগ্রহে বসে আছি তথাকথিত ভার্ডিক্টের জন্য।অবশেসে মুখ খুললেন তিনি।

সব সাক্ষ্য আর রিপোর্ট অনুসারে এই কেসটা আমাদের কাছে খুব ই লজ্জার।কমলার এই দুঃখজনক মৃত্যুয় অভিযুক্ত পরোক্ষ ভাবে জড়িত।আসামির বয়স্ কে বিবেচনা করে এই সিধান্তে উপনীত হয়েছি যে যাবজ্জীবন বা মৃত্যু আদেশের মত কঠিন শাস্তি তার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে এবং আমাদের বাস্তুতন্ত্রকে বিনষ্ট করতে পারে।তাই সব দিক বিবেচনা পূর্বক আমি রফিক মন্ডলের পোষ্যা গাভীর জন্য ১০০০০ টাঁকা ক্ষতিপূরণ এর নির্দেশ দিলাম।আর গোয়ালঘরে অবৈধ অনপ্রবেশের জন্য সাপ টিকে ৩ মাসের জন্য গভিরহাট মহকুমার বনসমপদ বিভাগের হাতে তুলে দেবার নির্দেশ দিলাম।


আদালত ভেঙ্গে গেছে।ফেরার বাসের টাইম টা জানতে হবে।আবার দৌড় লাগালাম নিজের মনেই হাসতে হাঁসতে।

Tuesday, January 7, 2014

Sesh Paate Kheer

Sesh pate misti na hole bangalir chole na.Ruti ba luchi or porota
khawar por monta kemon misti misti kore.Rosogollar bhar ta bar
kore dekhte giye dekhiii ei jaaahhh..matro 2 to acche je,
rate sobar pate debo ki?
Baritei toiri kore nilam Misti :-)
khub sohoj ekta kheer receipe JHALMURI bondhuder jonnyo :-)

Ingredients:
250 ml Milk
Sugar 2 Tbspoon
Whole Cardamom(2 pcs)
Nalen Gur(if available)
Pista,Kishmish,Cashew to garnish.

Method 
Step 1: Take the whole milk in a deep pan and start
boiling in a low flame.Stir continuously.
Step 2: add sugar(or Nalen Gur), cardamom and stir continuously
untill the milk reduces to 1/4 in quantity.
Step 3: Remove from oven and set it to cool.
Step 4: Garnish with Pista Kishmish and Cashew nuts.

Bashhhhh r kono chinta nei....Mistir problem sesh..

Jodi tumi Bibahito Mohila hao: Tumio kush...sasurbario luchi kheer kheye
boumar prosongshay ponchomukh.R Bor...se
kotha ta na hoy public place e thak ;-

J Bibahito Purush: Misti Mukh joy korte er juri nei.

Obibahito Purush/Mohila: GF BF ke impress
korar bhaloi ekta point.


Chef : Moumita Ghosh Ball
Related Posts Plugin for WordPress, Blogger...