Sunday, August 2, 2015

বৃষ্টি বৃষ্টি

চুপিচুপি এসে ওরা ঝিরঝির করে -
জানলার কাঁচে টোকা দেয় ধীরে ধীরে ।
ঘুম ঘুম ভাঙা চোখে আমি চেয়ে থাকি;
মুচকি হেসে ওদের দুষ্টুমি খেলা দেখি।
যেই না আস্কারা পায়-
ছুটে আসে উন্মত্ততায়,
ছুটে আসে ঝম্‌ঝম্‌ করে।
বৃষ্টির ফোঁটারা বড় অবাধ্য;
বৃষ্টির ফোঁটারা বড় অশান্ত।
গাছের সবুজ পাতা নিয়ে খেলা করে,
খালের জলের মাঝে ডুব দিয়ে মরে।
এলোমেলো ছন্দে থই থই নাচে তারা-
কিসের আনন্দে প্রলয়ে মেতেছে ওরা?
মানিপ্ল্যান্টের সাথে ছোঁয়াছুঁয়ি খেলে,
ঘাস ফুল প্রশ্রয় দেয় দুলে দুলে।
আকাশের বুক চিরে ধেয়ে আসে বারিসেনা;
ঝোড়ো বাতাসের সাথে বাড়ে যে উন্মাদনা।
অসহায় পথিকের ছাতা গেল উড়ে;
বিদ্যুৎ ঝলকায় আকাশটা জুড়ে।
আমি শুধু চেয়ে দেখি বৃষ্টির খেলা-
জানলার ধারে বসে কেটে যায় বেলা।  


Composed by +deboshree bhattacharjee for Jhaalmuri Barsha
Read the entire e-magazine here http://www.jhaalmuricorner.com/jhaalmuribarsha.html





Jhaalmuri 



No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...