Saturday, August 15, 2015

ঘরে ফিরি চলো


বেলা শেষে ঘরে ফিরি চলো
অনেক তো হলো খেলা মেঘেদের দেশে।
আকাশের নীলে লেগেছে সিঁদুরের ছোঁয়া
গোলাপি, লাল, হলুদ, আবিরের রঙ
কে যেন দিয়েছে ছড়িয়ে আকাশের গায়ে।
শুভ্র বালুকারাশির চাদর বিছানো সমুদ্রতটে,
দিগন্ত বিস্তৃত নীল জলের দৃশ্যপটে,
আঁধার নামতে আর বেশি বাকি নেই।
জলের রঙ নীল নাকি আকাশের রঙ নীল?
প্রশ্ন কঠিন বড়, তার চেয়েও উত্তরটা কঠিন।
দিনের শেষে নিড়ে ফিরে যায় পাখীরা,
আমরাও ঘরে ফিরি চলো।
আঁকা বাঁকা সাদা কালো রাস্তায়
টিম টিম জ্বলে বাতি, এই আছে, এই নেই
পৃথিবীর সব শব্দ নিঃস্তব্ধ হয়েছে আজ
আঁধারের কালো রঙে মনের রঙ ভরে দিই।
মাঝে মাঝে জনবসতির পাওয়া যায় সাড়া
আলো কিছু বেশি হয়, আবার মিলিয়ে যায়
পথের ধারে ঘাসফুল একলাটি রয়ে যায়।
তুমি আমি দুজনার পথ চলা শুরু হয়
পথ ভুলে চলে যাই, ঠিকানা হারিয়ে যায়।
কখনো বৃষ্টি নামে, কখনো বা ঝড় ওঠে
পাগল হাওয়া কখনো নাম ধরে ডেকে যায়।
মেঘে মেঘে আলোর রেখায় পথ দেখা যায় -
এবার তো ফিরি চলো, বেলা শেষে ঘরে ফিরি চলো।


Composed by +Debarati Bhattacharjee for Jhaalmuri Barsha






Jhaalmuri 

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...