Sunday, August 16, 2015

বৃষ্টি- গাঁথা

বৃষ্টি ধারায় কান্না হারায়   
ধরা পড়ে না ব্যথা ;     
স্মৃতির  ভেলায়    মনে পড়ে যায় ,
ভুলে যাওয়া কত কথা । 
কাগজের নৌকো  ভেসে চলে যায়,
সাথে নিয়ে ছেলেবেলা… 
ছাদের কোণাতে   জমে থাকা জলে,
কালো মেঘের ছায়া।
বৃষ্টি মাখা  কিশোর  সাঁঝে ,
হাত ধরে টিউশন ফেরা…
চাপা হরষে , থরথর  কাঁপে , 
অস্ফুট  ভালোলাগা ।
মেঘ গর্জন  শোনা যায় যত ,
চমকে ওঠে সে ঘুমে,
আঁকড়ে ধরে ছোট ছোট হাত, 
‘মা’ বলে  কেঁদে উঠে ।
বৃষ্টি আমার   রক্ত ধারায় ,
বৃষ্টি মনের কোণে …
হাসি কান্নার গল্প গাঁথায় ,
উঁকি দেয় প্রতি ক্ষণে ।

Composed by +Anindita Aditya for Jhaalmuri Barsha



Jhaalmuri 

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...