এখানে এখন বৃষ্টি নেমেছিল।
বৃষ্টি না হওয়ার বড় দীর্ঘ সময়ে,
চাতকেরা গুটিয়ে নিয়েছে পাখা,
গাছের পাতায় বৃদ্ধের হাতের মত ভাঁজপড়া দাগ,
শহরের দীর্ঘশ্বাস মেঘ হয়ে শহরকে ঘিরে ধরেছে।
এখন সে মেঘ মাটির কাছাকাছি,
চোখের পাতায় গলে পড়া তার আদরে,
আমি একা হাঁটি ভেজা পথ ধরে।
চিঠি লিখছি নিরুদ্দেশে,
এখানে এখন বৃষ্টি নেমেছিল।
তোমার কাছে শব্দগুলো যাবেনা,
যেতে যেতে শুকিয়ে যাবে ভেজা শব্দেরা।
অনেক দূরে, বহু বৃষ্টির ওপারে,
পা ফেলে চলে গেছ এক পৃথিবী নির্জনতা দিয়ে।
আমার হৃদয় অসময়ে তবু বলে,
এখানে এখনও বৃষ্টি নেমেছিল।
তোমার কাছে নুইয়ে মাথা,
আকাশ আসে বারান্দায় ধরা দিতে,
তোমার কফিকাপে রোদ্দুর ধোঁয়া হয়ে ওঠে।
তবু আজ যখন ভিজে গেছে মাটি,
চাতক আবার মেলতে পেরেছে পাখা,
একটা প্রশ্ন ঝরে পড়ে হাওয়া পেলে,
ওখানে এখন বৃষ্টি নেমেছিল?
Composed by +Sayan Chakraborty for Jhaalmuri Barsha
Jhaalmuri
Spread Creativity. Spread Happiness.
http://from-the-jhalmuri-corner.blogspot.in/
mail: thejhaalmurigang@gmail.com
mail: thejhaalmurigang@gmail.com
No comments:
Post a Comment
Please share your valuable feedback