ভেসে উঠতে
চাই, তবু ডুবজল।
বাতাসের
হাত পিছলে যায়।
অন্তহীন
টানাপোড়েনে ভাবনার ঘরে ঘুণ।
প্রতিমুহূর্তের
জীবনের ঋণশোধের দায়
আমাকে
খণ্ড খণ্ড করে রাখে ঘরে ও বাহিরে।
ভাবনাপাখায়
উড়ানভরার বেলাগুলি
অবহেলে
ভেসে যায় ঘড়ির কাঁটায়।
তবু
মাঝরাতে বুকের সেতারে লাগে টান।
শব্দেরা
নেমে আসে গ্রহণ পেরিয়ে যাওয়া চাঁদে।
Composed by +Bratati Chakraborty for Jhaalmuri Winter Special
Read the magazine here http://issuu.com/suparnachakraborti/docs/jhaalmuriwinterspecial2015
Previous works by the author
শব্দ মণিকারের চোখে
Jhaalmuri
Spread Creativity. Spread Happiness.
No comments:
Post a Comment
Please share your valuable feedback