Monday, February 2, 2015

খেয়ালি মন


অশান্ত মন বিচলিত চিন্তারা
এলোমেলো ঘোরাফেরা করে
ফেলে আসা দিনগুলোকে
বারে বারে পিছে ফিরে চায়
অবাধ্য মন কখন যে কোনদিকে যায়
ব্যস্ত কলকাতার অলিগলি পথে
ট্রাম বাসের ভিড়ে
জ্যামে ভরা রাস্তায়
একটু বিষাদে ভরা
একটু আশার আলো
রোদ ঝলমলে সকাল
সন্ধ্যের অন্ধকার কালো
মিলে মিশে যায় ভাবনারা
কাঁচা মন কাঁচা মাটির তালের মত
নিজেই নিজেকে গড়ে ভাঙে
কুমোরের মাটির মূর্তির মত
অফিসে কাজের ফাঁকে
কফির চুমুকের সাথে
নিজের মনে মনের কথা বলে চলে
নিঃশব্দ ভাষাতে
কোন অদৃশ্য অশরীরির সাথে
তারপর হঠাৎ করে
Inbox -এ ঢোকা New Mail-এর Notification-এ
চমকে উঠে ফেরে বাস্তবে
চারিদিকে ঘিরে থাকা এই অযথা ভিড়ে
ঘিঞ্জিতে রাস্তায়, ঘাসভেজা গরমে,
বাস কন্ডাক্টারের চিৎকারে -
নিজেকে হারিয়ে ফেলে খুঁজে বেরায়
পথের ধারে ঝালমুড়ির দোকানে
আর মাটির ভাঁড়ের চায়ে।
হঠাৎ করে এসে যাওয়া বৃষ্টিতে
আলো ঝলমলে Sector5- এর রাস্তায়
দাঁড়িয়ে থাকে নির্বাক হয়ে অন্ধকার নির্জনে
আলোর মধ্যে লুকিয়ে থাকে অন্ধকার
সত্যির মধ্যে মিথ্যে
সকালের মধ্যে সন্ধ্যে
ফেলে আসা দিনের পিছুটানে
আর অজানা আগামি দিনের ভাবনায়
বাস্তবতা, বর্তমানটা থমকে যায়, হারিয়ে যায়
জোরে জোরে বাজ পড়ে
বৃষ্টি নামে মুষলধারে
মন শুধু খুঁজে ফেরে
নিজের ঠিকানা আনমনে
পথভোলা পথিকের মত
Bus stop -এ ATM Counter -এ আর ঝালমুড়ির দোকানে।  


Poem composed by +deboshree bhattacharjee for Jhaalmuri Winter Special


Jhaalmuri 

Spread Creativity. Spread Happiness.
http://from-the-jhalmuri-corner.blogspot.in/
mail: thejhaalmurigang@gmail.com

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...