Tuesday, February 3, 2015

শেষ দেখা

সেদিন তুই একদৃষ্টে তাকিয়েছিলি আমার দিকে,
সমস্ত চোখ দিয়ে চাইছিলি আটকে রাখতে  ওই সময়টাকে
ওই সময়টাতেই ,হাজার শব্দের মাঝে আমরা দাঁড়িয়েছিলাম নিঃশব্দে-
নিস্তব্ধতা এসে ঘিরে ফেলেছিল শুধু তোকে আর আমাকে...

সে নিস্তব্ধতা থেকে গেলো আজীবনের সঙ্গী হয়ে-
তুই চলে গেলি দুরদেশে,
চলে যাওয়ার সাথে শেষ হয়ে গেলো শেষ সময়টুকুও...
কোনও দায় রইলো না আর আগামী সময়ের কাছে।
ফেলে যাওয়া সময়ের দায়ও ফুরিয়ে গেলো, মিলিয়ে গেলো নিস্তব্ধতার মাঝে!
অনেক আকুলতা, অনেক উত্তর না পাওয়া প্রশ্নের সমাধি ঘটলো-
চিরবিলীন হয়ে গেলো ওই নিস্তব্ধতায়,
ঠিক যেমন করে হেমন্তের ঝরাপাতা ভেসে চলে যায় ঝোড়ো হাওয়ার সাথে
অজানা অচেনা ঠিকানায়, বিনা কোনও অছিলায়!

জীবনের পথে আরও অনেক পথ হেঁটেছি তারপরেও...
পেয়েছি অনেক নতুন প্রশ্ন, উত্তরও খুঁজেছি তার-
নতুন সময়ের সাথে নতুন চলা দিয়েছে অনেক স্মৃতি, অনেক উপলব্ধি-
তবু সেই দায়হীন সময়ের স্মৃতি ঘুরে ফিরে এসেছে চোখের সামনে বহুবার-
সমাধিস্থ প্রশ্ন পেতে চেয়েছে উত্তর মনের ঘরের চার দেয়ালের মাঝে,
স্বপ্নের রূপে অবচেতন মনের সেই না পাওয়ার বেদনা প্রকট হয়েছে চোখের জলে-

বলতে পারিস কেন সে প্রশ্নগুলো রয়ে গেলো স্মৃতির দোসর হয়ে?
ওই দায়হীন সময়ের দায় কিসের যে আজও এসে নাড়া দেয় মনের দরজায়?
ভুলে গেছি ভেবেও ভুলতে পারিনা কেন চিরজন্মের মত?
হেমন্তের ঝরাপাতার মত কেন পুরপুরি ঠিকানাহীন হয়ে যায়নি তারা?
সত্যি কি তাহলে হয়েছিল সব দায় সারা?
সত্যি সব ফুরিয়েছিল নিস্তব্ধতায়-
শেষ দেখাতেই কেন শেষ হয়ে যায়নি সবটুকু দায়ভার?
তুই আমি কেউই কি দায়বদ্ধ নই এই কৈফিয়তের কাছে?
বলতে পারিস কোন সময়ের কাছে সব উত্তর রাখা আছে?



Composed by +Anamitra Raha  for Jhaalmuri Winter Special

Other works by the author


Jhaalmuri 

Spread Creativity. Spread Happiness.
http://from-the-jhalmuri-corner.blogspot.in/
mail: thejhaalmurigang@gmail.com

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...