Thursday, February 19, 2015

ভাঙা

একটা প্রেম ভেঙে গেলে,
কারো কিছু যায় আসে না।
সময় আসে, সময় চলে যায়,
দেওয়ালেতে একদিন পিঠ ঠেকে যায়,
আঁচরে, কামড়ে সেক্সের মত শ্রম,
তবু যুদ্ধের শেষে শেষ হওয়া আমরা,
ফল্গুর মত মনের ভেতর খুঁড়ি।
পুরবি মোচড়ে মধ্যম ছুঁয়ে যায়,
আমি কখনও বা মত্ত মেটালিকায়-
কখনও শরীরে রাত্রি নেমে এলে-
কবিতার নামে আঁকিবুঁকি কেটে যাই।
পৃথিবী যেমন ঘুরছিল ঘুরে যায়,
আরচিস এ লাভ কার্ডও বিক্রি হয়,
বিশ্বাস রেখে গোলাপ কিনছে কেউ,
কেউ বা গুনছে গোলাপেতে গাঁথা কাঁটা।
শেষ রাতে কোন প্রেমিকার ঠোঁট ভেজে,
কারো বা শুধু ভিজতে শিখছে চোখ।
এমনি করেই শহর জুড়ে,
কটা ভুল ভাল দিন পেরলে,
আমিও হাঁটব, তুমিও হাঁটবে-
আমরা শুধু হাঁটবে না।
একটা প্রেম ভেঙে গেলে-
আমরা- রই শুধু যায় আসে।



Composed by +Sayan Chakraborty for Jhaalmuri Winter Special

Previous works by the author
সময় 

Jhaalmuri 

Spread Creativity. Spread Happiness.
http://from-the-jhalmuri-corner.blogspot.in/
mail: thejhaalmurigang@gmail.com

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...