Thursday, February 5, 2015

অরুন্ধতীর প্রতি

আকাশের ম্রিয়মান নক্ষত্র 
তুমি অরুন্ধতী। 
সহস্র নক্ষত্রের ভিড়ে
হারিয়ে যেতে পারো। অথবা সাধনায়
ব্রতী হও, সূর্য সম্ভবনা তোমারও তো আছে,
হিরন্ময় দ্যুতিতে হতে পারো স্বপ্রকাশিত।
দুঃখ আছে, কষ্ট আছে,
আছে দীর্ঘ পথ চলার ব্যথা ও বেদনা,
সবশেষে আছে জেনো
লক্ষ্যে পৌঁছাবার আনন্দ, উল্লাস ও মাদকতা।
চাই ধৈর্য, চাই নিষ্ঠা
দেহ, মন, প্রাণ এক করে নিয়ে
কঠিন কঠোর তপস্যা।
অরুন্ধতী মনে রেখো
স্রষ্টা বেচে থাকে তার সৃষ্টির মাঝে।
দেহ, সে তো নশ্বর,
ছাই হয়ে পুড়ে যায়, উড়ে যায়
কেউ মনে রাখে নাকো।
অরুন্ধতী
এখনো সময় আছে
নিজের স্মৃতি সৌধ
গড়ে নিয়ে নিজে
বিদায় নিতে পারো তুমি একদিন
অসংখ্য জনের কাছ থেকে
মানুষ দেখবে অবাক বিস্ময়য়ে
আকাশের ম্রিয়মাণ নক্ষত্র এক
সূর্যের মত জ্বলিতেছে
পৃথিবীর মানুষের মনের আকাশে।





Composed by Biswajit Chakraborty for Jhaalmuri Winter Special


Jhaalmuri 

Spread Creativity. Spread Happiness.

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...