Monday, October 13, 2014

প্রহেলিকা


মুহূর্ত ছিল ব্যাকুল, দিন ছিল চঞ্চল আর মন ছিল স্থবির, যখন তোমায় দেখেছিলাম। পথের যে বাঁকের পরে মনে হয় যে শেষ সীমানার শুরু, তারই কোন এক প্রান্তে অদৃষ্টের মত আত্মগোপন করে ছিল এই অধ্যায়। মন বলেছিল শিশির ভেজা ঘাসের চাদর  ছড়িয়ে যে পাহাড়পুঞ্জ চিরন্তন সত্যের মত শহরকে জড়িয়ে রেখেছে সে শহরেই সম্ভব তোমায় খুঁজে পাওয়া।


হাসি ছিল, অভিমান ছিল, সুযোগ ছিল, মনোযোগ ছিল, রাত জাগা ছিল, রাঙা ভোর ছিল, ব্যাথা ছিল, হারিয়ে যাওয়া ছিল, হারিয়ে গিয়ে খুঁজে পাওয়া ছিল, গানের সুর ছিল, সুরের গান ছিল, প্রান ছিল এবং সর্বোপরি তুমি ছিলে। এখন প্রশ্নটা হল তুমি কে?


সেদিন যখন নরম মনের আলোতে তোমায় দেখেছিলাম, নীল আকাশের নীচে হাল্কা মেঘের আস্তরণে, তখন  তুমি বলেছিলে যে তুমিই আমার জীবনের একমাত্র সত্য। যে সত্য সময়ের সাথে হারিয়ে যায়না। যে সত্য কোনও গাঁথায় বন্দী হয় না, যে সত্যের কোনও মাপকাঠি নেই। প্রহেলিকার অন্তরালে তুমি নিজেকে আবৃত করে রেখেছিলে। ভোরের যে মুহূর্তে মন রাতের স্বপ্নকে বিদায় দেয়, সেই বিদায়ের সুর তুমি ধরতে। আমি কর্মব্যাস্ত দিনে, জীবনের নিয়মে, যখন প্রয়োজনীয়তাকে লক্ষ্য বলে বুঝতাম এবং লক্ষ্যে পৌঁছোবার নানান চেষ্টা করতাম, তখন তুমি তোমার স্নিগ্ধ দৃষ্টি দিয়ে আমাকে ছুঁয়ে যেতে। তোমার ছোঁয়ায় অর্থ ছিল, উৎসাহ ছিল, ইচ্ছে ছিল, উদ্দীপনা ছিল এবং সর্বোপরি তোমার উপস্থিতি ছিল। আবার সেই প্রশ্ন, তুমি কে?



মন খারাপের রাতে তুমি তোমার মনের ছায়ায় আমার মনকে আশ্রয় দিতে।  চিরন্তন না পাওয়ার ব্যাথাকে তুমি তোমার প্রতিশ্রুতি দিয়ে উদ্দেশ্য দিতে।  যে উদ্দেশ্যে পৌঁছতে গেলে লাগে সময়, লাগে মিলন সুর, লাগে সুরের মিলন, লাগে অর্থ, লাগে বিশ্বাস এবং সর্বোপরি তোমায় লাগে। তবে প্রশ্নটা থেকেই যায়, তুমি কে?



এখন উত্তরের পালা। জীবন নামক যাত্রার বিভিন্ন অধ্যায় থেকে যে প্রশ্ন সঞ্চয় করেছি, যাকে ইংরিজিতে বলে "experience", সেই সব প্রশ্নের মুল প্রশ্ন একটাই। যে প্রশ্ন আমার পরিচয়কে বারবার সমাজের কাছে, আমার কাছে এবং সর্বোপরি তোমার কাছে স্থাপনা করে। তোমাকে খুঁজে পেয়েছি আমি বিখ্যাত ঔপন্যাসিকদের নামকরা নভেলে বা কোনও বিখ্যাত বক্তার বক্তৃতায় বা হারু চাষির কুঁড়েঘরে।


যখন উৎসবের কোলাহল মুখর সন্ধ্যায় মন প্রানের মিলন সুর বাজছে, তখন আমি আর তুমি আমাদের ছোট্ট নীড়ে সবার অজান্তে কোন সত্যের রচনা করতাম যার মানে বন্দী থাকত আমার চোখে আর তোমার মনে।


তুমি অবিনশ্বর এবং অসীমের অংশিদার, তুমি মুহূর্ত, তুমি স্মৃতি, তুমি বাসনা, তুমি ঘরণী, তুমি স্রষ্টা, তুমি সৃষ্টি, তুমি দ্রষ্টা, তুমি দৃষ্টি এবং সর্বোপরি তুমি হলে আমার একমাত্র পরিচয়, আমার প্রেম।


Composed by Tamojit Chakraborty for Jhaalmuri Puja Special 2014

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...