Wednesday, October 29, 2014

হাস্নুহানা

পাড়ার সবচেয়ে পড়ুয়া ছেলেটা /
হঠা চাঁদা তোলার দলে /
চাঁদা চাইতে গিয়ে একবার দেখা হয়ে যায় যদি !

সবচাইতে বিশ্ববখাটে টা /
পাজামা পাঞ্জাবি তে অষ্টমীর সকালে মন্ডপে!
অঞ্জলির ফুল দিতে গিয়ে যদি একটু আলগা ছোয়া ....

ডানপিটে গেছো মেয়েটিও মায়ের শাড়ীতে অচেনা আজ/
চোরা চাহনির আদান প্রদান !

মুখচোরা এবং লাজুক ছেলেটি /
বিজয়া দশমীর অনুষ্ঠানে রাজি/
কি জানি, বাজনায় সংগত করতে গিয়ে বরফ গলে যদি..

হেমন্তের ক্লান্ত অবসন্ন সন্ধ্যে ,
মন্ডপ খালি , উত্সব শেষ
শুধু হাস্নুহানার গন্ধে ভরা রাস্তা -
আর কিছুটা ভালবাসার গন্ধ !!




Composed by +Sucharita Das for Jhaalmuri KabboKotha

1 comment:

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...