Sunday, October 26, 2014

অব্যক্ত


নরম সময়ে আলতো আবেগ
রোদ্দুর মাখা মায়া,
সব শেষে মেশে রাত্রির কাছে
রাত্রিকে একা পাওয়া,
সময় ঘড়িতে  ধরা দাওয়া থাক
আগুন নেভার রেশ,
মনে কি  পরে মাধবীলতা?
অনেক রঙের বেখেয়ালে এখনো অপেক্ষায়ে
তোর্ , অনিমেষ...

মাঝে মাঝে চোখা-চুখী
ছাদে ছাদে মুখো-মুখী
বেনামী হওয়াতে উড়ে আসে টুকরো টুকরো প্রেম- বৈরাগী  ;
উঁকি ঝুকি জলছবি, ভুলে যাওয়া হেমন্ত কবি
 কাছে আসা
সবুজ শৈশব ...

উড়ে যেত চিঠিগুলো- এলোমেলো বন্ধু যত
শুকনো গোলাপ বইয়ের ভাঁজে,
ভুলে-ভরা সারাটা দিন - কাঁচভাঙ্গা রোদেলা ঘুড়ি
হারানো সুরে---
 হঠাত রবিবার!  

বাড়ি বদলে অন্য পাড়া
হারানো সুরে বদলে যাওয়া
কঠিন-কোমল গল্প বলা,না হয় ছিল ;
আজ তোলা থাক
কবিতা খাতায়ে....

আর গোবেচারা বখাটে গন্ধ,
বিষম খেয়ে অবিরত
নিয়ম করে বন্ধ থাকে, উদাসী শহরতলীর ছায়া
এসে পড়ে আবেশে-ঔদ্ধ্যত্তে
কাপুরুষ স্মৃতি বন্ধ থাকুক ,
আগাছা  ঘরে!
নিস্তবদ্ধতা আঁছড়ে ধরা দুঃসময়ে,
কম্পিত হয়

silent mode !   


Composed by Aparajita Das for Jhaalmuri Kabbo Kotha

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...