মাতালের মত, পাগলের মত সে
দরজার পর দরজায় কড়া নাড়ছে।
তার দিগভ্রান্ত চোখে সব গুলিয়ে ফেলার ছায়া,
সেই আতঙ্ক দানা বাঁধছে তার চোখে মুখে।
এভাবে সময় হাঁটছে রাস্তা ধরে,
অন্ধ গলিতে শুধু চক্কর কাটছে
চল্লিশ বছর সে পেরিয়ে এসেছে হিসেবমত,
তবু চারপাশে সেই '৭০ই দেখতে পাচ্ছে।
দিশেহারা বিকেল, উদ্ভ্রান্ত রাত,
কারফিউতে ছুটে যাওয়া পুলিশের বুট-
সেই আওয়াজ সময় আবার শুনতে পাচ্ছে।
অন্ধকারে ছুটছে নারী,
পিছনে ছুটছে নির্লজ্জ পিশাচ,
জমে থাকা লাশে রক্তের গন্ধ,
খবরের কাগজে বারুদের উত্তাপ,
সবাই কেন হাঁটছে আবার,
সবাই কেন মিছিল হয়ে শহরের বুকে আছড়ে পড়ছে-
মধ্যরাতে দিগভ্রান্ত সময় তোমার আমার দরজায় কড়া নাড়ছে।
বাঁদিক থেকে ডানদিক হয়ে,
শহরের হৃদয়েও বাইপাস হয়ে গেছে-
'বিপ্লব' থেকে 'জাতীয়তাবাদ' শব্দের ফেরে ভ্রান্ত সমাজ
আসলে সন্ত্রাসের ছদ্মনাম চিনতে শিখছে।
বাঁ হাতের নখ গলার শিরায়,
বসেছে যেমন তখন সময়ে,
ডান হাতের নখ এগিয়ে আসছে-
রক্তে গন্ধে হুমকি আসছে।
চল্লিশ বছর এদিক-ওদিক
সময়ের সব একই লাগছে-
সময়ের সব গুলিয়ে যাচ্ছে।
দরজার পর দরজায় কড়া নাড়ছে।
তার দিগভ্রান্ত চোখে সব গুলিয়ে ফেলার ছায়া,
সেই আতঙ্ক দানা বাঁধছে তার চোখে মুখে।
এভাবে সময় হাঁটছে রাস্তা ধরে,
অন্ধ গলিতে শুধু চক্কর কাটছে
চল্লিশ বছর সে পেরিয়ে এসেছে হিসেবমত,
তবু চারপাশে সেই '৭০ই দেখতে পাচ্ছে।
দিশেহারা বিকেল, উদ্ভ্রান্ত রাত,
কারফিউতে ছুটে যাওয়া পুলিশের বুট-
সেই আওয়াজ সময় আবার শুনতে পাচ্ছে।
অন্ধকারে ছুটছে নারী,
পিছনে ছুটছে নির্লজ্জ পিশাচ,
জমে থাকা লাশে রক্তের গন্ধ,
খবরের কাগজে বারুদের উত্তাপ,
সবাই কেন হাঁটছে আবার,
সবাই কেন মিছিল হয়ে শহরের বুকে আছড়ে পড়ছে-
মধ্যরাতে দিগভ্রান্ত সময় তোমার আমার দরজায় কড়া নাড়ছে।
বাঁদিক থেকে ডানদিক হয়ে,
শহরের হৃদয়েও বাইপাস হয়ে গেছে-
'বিপ্লব' থেকে 'জাতীয়তাবাদ' শব্দের ফেরে ভ্রান্ত সমাজ
আসলে সন্ত্রাসের ছদ্মনাম চিনতে শিখছে।
বাঁ হাতের নখ গলার শিরায়,
বসেছে যেমন তখন সময়ে,
ডান হাতের নখ এগিয়ে আসছে-
রক্তে গন্ধে হুমকি আসছে।
চল্লিশ বছর এদিক-ওদিক
সময়ের সব একই লাগছে-
সময়ের সব গুলিয়ে যাচ্ছে।
No comments:
Post a Comment
Please share your valuable feedback