কত গল্প পড়ে থাকে কাঁথা মুড়ি দিয়ে,
ঘরের কিনারে কোনো কোণে।
কত গল্প ঘুরে ফেরে শহরে,
বাজারে,
পথেঘাটে।
কত গল্প ছুটে যায় অশ্বমেধের ঘোড়া হয়ে
ইতিহাস হবে বলে পৃথিবীর ভূগোল বানায়।
হা হা রবে কত গল্পে ঝরে পড়ে সৃষ্টির উপরে,
ধ্বংসের মহামহোৎসবে,
রক্তপদ্ম
স্রোতে ভেসে যায়।
আমি শুধু শব্দমণিকার,
বেদনার্ত
আশাভরা চোখে
শব্দবন্ধে ধরে রাখি পৃথিবীর অশ্রু,
রক্ত,
ঘাম।
A poem by Bratati Chakraborty for KabboKotha
No comments:
Post a Comment
Please share your valuable feedback