Saturday, October 11, 2014

হঠাৎ সময়

হাওয়া মেঘ 
কথা  দাও,
আসবে  বলো
বৃষ্টি  শেষ, 
ভিজজে মাটি  
আলোয়ে ভেজা 
স্বপ্ন , কেমন !

নীরব  মন -
আকুল  পলাশ 
ফুল  জোছনা ;
ভয়ের  সাথে  
তোমায়  চুমু .

আছ ভালো ?
কাছে -দুরে 
বলতে  পারা 
বদলে  যাওয়া  
হাতে -পায়ে 
মিলিয়ে  যায়

সহজ  অঙ্ক 
সমান -সমান, 
যোগ  গুণ 
ভাগ -
আলতো  কামড় !

বিষের দাঁত -
আঁচড়  দাগ 
ফোঁশ  ফোঁশ  আর 
ছোবল  সাথে 
সম্পর্ক ?
সই -সর্বস্ব  !

বাজে  বোকা- 
বাসব  ভালো 
তোমার  কাছে- 
রাত্রি  নেই, 
আলোর  রেণু 
ভোর  জাগানো 
ঘুমের  রেশ 

পাওয়ার   আগেই  
স্বপ্ন  হারায়ে 
স্বপ্ন -পাখি 
হাওয়ায় হাসে .

ফিরে  এসো 
আবার  এসো. 
রাত  করে  দাও 
আদর  দিয়ে 
মোম  জ্বালিয়ে 
গন্ধ গোলাপ 
ভিজিয়ে  দাও 
এক  ফালি  ঘর .

Composed by Aparajita Das for Jhaalmuri Puja Special 2014



No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...