Sunday, October 19, 2014

একটি কথা


অবেলা বেলায় বসি ভাবি একেলা
অলীক কল্পনা যারা ছিল​,
তারাই কি আমার একার কবিতা|
জীবনে চলার পথ সীমানায় আসি
অশান্ত অপূর্ণ বক্ষে
শুধু মনে পরে একটী কথা
বেদনা ভরা একটী গানের কলি,
শিরায উপশিরায লাগে দোলা  
যদিও সে দোলায় লাগে ব্যথা
যৌবন প্রারম্ভে যা একদিন
মনে এনেছিল  আশার সুর,
অস্তমিত সুর্য অস্ত রাগে,
নদীজলে প্রতিফলিত তারই ছবি কেন আজ
স্তূপীকৃত কালো পাথরের চূড়া
মনের কোণে একটু একটু করে
সযত্নে জমানো আমার স্বপ্নরা,
আজ কেন মনে আনে শূন্যতা
বারে বারে কেন তবে মনকে জানায়
জীবনের অনাকাঙ্খিত বিফলতা|


Composed by +Urmita Ghosh for Jhaalmuri Puja Special 2014


                                                    

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...