শিল্পী তুমি মিথ্যে কথা
বলো?
গরিবী নিয়ে আঁতলামি ক’রে
নিজে সাতনলা হার পড়ো?
“একটুও সাজি না” ব’লে মাসকারা
পরো?
শিল্পীদের তো মনটা অনেক
বড়!
তবে তুমি শিল্পী কেমনতর?
শিল্পী তুমি শিল্পের বড়াই
করো?
সৃষ্টি নিয়ে নয়ছয় ক’রে
বড়লোকদের তাঁবেদারি করো?
অমূল্য ব’লে দাবি ক’রে
সৃষ্টি বিক্রি করো?
শিল্পীদের তো মনটা অনেক
বড়!
তবে তুমি শিল্পী কেমনতর?
শিল্পী তুমি নিজেকে সততার
মোড়কে মোড়ো?
নিজের সৃষ্টির আড়ালে
দাঁড়িয়ে
স্রষ্টাদের নিন্দা করো?
ঘুষ দেওয়ানেওয়া বজায় রেখে
নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ
করো?
শিল্পীদের তো মনটা অনেক
বড়!
তবে তুমি শিল্পী কেমনতর?
হাজার বছর পেরিয়ে গেছে,
আরও হাজার পেরোবে।
শিল্পী তুমি কবে বলো
সত্যি শিল্পী হবে?
সততা আর সরলতা নিয়ে
স্রষ্টা যেদিন হবে-
সৃষ্টি সুখের উল্লাসে
শুধু সৃষ্টিতে মত্ত হবে-
সেদিন তোমার সৃষ্টি দিয়ে
ঈশ্বরকে পাবে-
জেনো- তুমি সেদিন তুমি
সত্যি শ্রেষ্ঠ শিল্পী হবে!!
Composed by +Anamitra Raha for Jhaalmuri KabboKotha

Khub Bhalo
ReplyDelete