Monday, May 4, 2015

স্বীকারোক্তি

তুমি যদি চাও গহীন জলের সাঁকো    মরুভূমি জুড়ে মল্লার তবে আঁকো
তুমি যদি চাও আমার উঠোনে রোদ   পান করে নিই শহরের প্রতিশোধ
তুমি যদি চাও নিঝুম দুপুরবেলা   জানালায় কাক, চিলেকোঠা ঘরে খেলা
তুমি যদি চাও ঘুমচোখ, সারারাত   বৃষ্টি লিখবে অসহ্য ধারাপাত

তুমি যদি চাও ন্যাড়াছাত, টোপাকুল   আলগোছে ঝড়, উড়ো বয়সের ভুল
তুমি যদি চাও রাতদুপুরের আড়ি   ঠিকানা ভুলব, খুঁজে নেব তোর বাড়ি
তুমি যদি চাও বালিশে মাথার দাগ   সকালসন্ধ্যে, দিনকাল - বীতরাগ
তুমি যদি চাও দিঘিঘাট, ঘড়াজল   অবাধ্য ঠোঁট বাজবে ছলাতছল

তুমি যদি চাও কড়িখেলা, জলপানি   এ পোড়া পাথরে বৃষ্টি নামবে জানি
তুমি যদি চাও ফেনাভাত, আবদার   পিছু ফিরে চাওয়া নিতান্ত দরকার
তুমি যদি চাও অশান্তি, নীরবতা  ধার দেব তবে ভুলে -যাওয়া রূপকথা
তুমি যদি চাও রাজপথ, মাঝরাত   একলা এ ভিড়ে ছুঁয়ে থাকো এই হাত

তুমি যদি চাও বেঠিক, বেভুল, ধাঁধা   সব তার তবে এক সেতারেই বাঁধা
তুমি যদি চাও নোনাগাং, বালিয়াড়ি   আমরা কি আর পালিয়ে বাঁচতে পারি
তুমি যদি চাও ভুলোমন, সন্দেহ   শান্ত নদীরা ঢেলে দেবে সব স্নেহ
তুমি যদি চাও ঝালনুন, গোপনতা   পরের ট্রেনেই আমার যাবার কথা

তুমি যদি চাও ছোঁয়াছুয়ি, দোষঘাট   আগাম খবরে জাগবে শিশিরমাঠ
তুমি যদি চাও ভুলে থাকা, কাড়াকাড়ি   পথভোলা সেই পথিক ফিরবে বাড়ি
তুমি যদি চাও হাতচিঠি, ডাকনাম   বলবে না কিছু দোমড়ানো নীল খাম
তুমি যদি চাও চুলের গন্ধ, নখে   দূরের পাখিরা ডানা ঝাপটায় চোখে

তুমি যদি চাও শ্রাবণ, দুপুর, একা   আগামী জন্মে নিশ্চয় হবে দেখা
তুমি যদি চাও জন্মান্তর, বাঁশি   অবেলার ঘুম বেছে নিতে ভালোবাসি
তুমি যদি চাও মশারি, বালিশ দুটো   ঠোঁটে বেঁধে আনি উড়ন্ত কাঠকুটো
তুমি যদি চাও পাশাপাশি, অবকাশে   পথ ভুল হলে আর কি বা যায় আসে

তুমি যদি চাও রামধনু, অপলাপ   গভীর রাতের বিষণ্ণ সংলাপ
তুমি যদি চাও কিছুমিছু, অগোছালো   সুধাবিষ তবে কন্ঠে আমার ঢালো 
তুমি যদি চাও পাগলামি, হাবিজাবি   ভাঙা সিন্দুক, হারিয়ে গিয়েছে চাবি
তুমি যদি চাও রিমঝিম, ঝমঝম   ঘন্টা পড়েছে, বড্ড সময় কম

তুমি যদি চাও খালি খাঁচা, লালফিতে   বয়েই গিয়েছে আমার হাজিরা দিতে
তুমি যদি চাও কাগজে এমন হয়   আমিও কলম তুলে নেব নিশ্চয়
তুমি যদি চাও খোলা খাতা,ছেঁড়া বই   দিন শেষ হল, মরণ আমার কই
তুমি যদি চাও স্বপ্ন, ভয়ংকর   স্নানজলে তবে ফেরাবই অনাদর

তুমি যদি চাও উপহাস, অনাচার   চুমুর দিব্যি, বাঁধ ভাঙব না আর  
তুমি যদি চাও চপলতা, মাধুকরী   আমরাও তবে রমণ ইচ্ছা করি
তুমি যদি চাও উপশম, যন্ত্রণা   কিছুতেই তবে তোমাকেও ভাবব  না
তুমি যদি চাও ঋণশোধ, গলি, পাপ   নীলামে চড়াব পোষ্য মনস্তাপ

তুমি যদি চাও এলোচুল, বারোয়ারি   অনায়াসে তবে মিথ্যে বলতে পারি
তুমি যদি চাও রক্ত, কষ্ট, ঘাম   ন্যায্যমূল্যে কিনে ফেলি বদনাম
তুমি যদি চাও যুগান্ত আজ হবে   ডুববে নোঙর সাগরের কলরবে
তুমি যদি চাও কাঁটাঝোপ, বন্দুক   রোমকূপ জুড়ে তীব্র দহনসুখ

তুমি যদি চাও কৃষক, শ্রমিক, কবি   উরুসন্ধিতে আঁকি বিষাক্ত ছবি
তুমি যদি চাও ডুবে মরবার ঝোঁক   প্রাচীন বৃন্তে আবার বোধন হোক
তুমি যদি চাও আহার, নিদ্রা, লোভ   উগরে দেবই আত্মরতির ক্ষোভ
তুমি যদি চাও স্পর্শ, সত্য, আলো   ইতিহাস ভেঙে স্বাধীনতা তবে জ্বালো
তুমি যদি চাও কখন, কীভাবে, কবে   পুড়বে কবিতা, জেনো বিপ্লব হবে.......

Poem composed by +anwesha sengupta for Jhaalmuri Boisakhi






Jhaalmuri 

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...