Saturday, May 9, 2015

মা


মা আজ আমি মা হলাম!
অসহ প্রসব যন্ত্রণার শেষে নাড়ির বন্ধন ছিন্ন করে
সে যখন আমার কোলে এলো
যেন তড়িৎ প্রবাহিত হল মাথা থেকে পা অবধি
আমি অনুভব করলাম বছর তিরিশ আগে
তোমার সেই একই অনুভুতিকে...

মা আমি মা হয়েছি!
শরীরের সকল অণু-পরমাণুতে ঘটে যাওয়া প্রতিক্রিয়া
আমায় বলে দিচ্ছে আমি মা হয়েছি-
স্নেহ সিঞ্চিত প্রতিটি কোষ বলছে
অসহায় শিশুর একমাত্র ভরসা এখন আমি-
আমি বুঝতে পারছি এখনো সবচেয়ে
নিরাপদ আশ্রয় তোমার কোল কেন মা...

আমি মা হলাম মা!
হৃদয়ের প্রতিটি স্পন্দনে
সন্তানের মঙ্গল কামনাই ধ্বনিত হচ্ছে অনুক্ষণ-
প্রতিনিয়ত কামনা করে চলেছি শিশুর সুস্থতা-
আজ বুঝেছি মা তোমার চোখের আড়াল হলেই
তোমার উদ্বেগের কারণ, দূরে গেলেই তোমার বলা
"খুকি সাবধানে থাকিস" - এ কথার অন্তর্নিহিত বিক্রিয়া...

মা আমি মা হয়েছি!
তোমার প্রতি দিনের প্রতিটি আত্মত্যাগ
তোমায় এগিয়ে দিয়েছে ভগবানেরও আগে-
আশীর্বাদ ক'রো মা,
আমিও যেন পারি অকপটে সেভাবেই নিজের সর্বস্ব দিয়ে
সন্তানকে মানুষের মতো মানুষ করতে-
কঠিনতম মায়াজালে আবদ্ধ হয়েছি জানি
তবু এই দুর্বলতাকেই আমার শক্তির উৎস করতে পারি যেন-
আমিও যে প্রকৃত "মা" হতে চাই মা।।

Poem composed by +Sreyasi Munshi for Jhaalmuri Boisakhi




Jhaalmuri 

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...