Tuesday, May 5, 2015

ভালো মেয়ে মন্দ মেয়ে


ওরা নাকি মন্দ মেয়ে, বলেন বাবা কাকা
চলন বলন, পোষাক আশাক, সবই সর্বনাশা ।।
ঘরকন্যা, গৃহস্থালি সর্বস্ব ছেড়ে
চলল ওরা 'পুরুষ' সাজে
বিশ্বজয়ের লোভে।।
মেয়েমানুষ রাতদুপুরে বারমুখো হলে,
লজ্জাহরণ খুব স্বাভাবিক, মেনে নিতেই হবে।

মন্দ মেয়ে মধ্যরাতে কাজ সেরে ফেরে,
মায়ের ওষুধ, বোনের বই, নিজের শপিং সেরে,
হঠাৎ করে ঘিরে ধরে এক হায়নার দল,
মন্দ মেয়ের মন্দ হতে লাগল কয়েকক্ষণ ।।
মন্দ মেয়ের মা বাবা কপাল ঠুকে কাঁদে
মেয়ে মোদের মন্দ নয়, ওকে মন্দ করল লোকে।।

ভালো মেয়ের বাবা কাকা বুক ফুলিয়ে বলে
এমনটি তো হওয়ারই ছিল, বলেই ছিলাম আগে
মেয়ে মানুষ ফুলের মত আগলে রাখতে হয়
আমার ঘরের ভালো মেয়ে অমন বারমুখো নয়

ভালো মেয়ে দিনের বেলায় পুজো দিয়ে ফেরে,
পরনে শাড়ি, গায়ে আঁচল, মুখটি নত করে।।
হঠাৎ করে উদয় হয়, সেই হায়নার দল,
ভালো মেয়ের মন্দ হতে লাগল কয়েকক্ষণ ,
ভালো মেয়ের বাবা কাকা বুক চাপড়ে কাঁদে,


মেয়ে আমার ভালো ওকে মন্দ করল লোকে।।

ভালো মেয়ের বাবা কাকা মোদের গুরুজন
ছোটো মুখে বড় কথা, একটি নিবেদন
মেয়ে মানুষ পুরুষ মানুষ সমান কি কভু হয়?
যুক্তি তর্ক এ বিষয়ে, মিথ্যে বাক্যব্যয়
পুরুষ সাজে নয়কো, সে যে চলছে নারীর বেশে
ঘরকন্যা গৃহস্থালি সবই মাথায় রেখে
ভালো মেয়ে মন্দ মেয়ে বড়ই আপেক্ষিক
ধূর্ত হিংস্র হায়নার দল এই সমাজের কীট।

একটা প্রশ্ন বারংবার গুমরে মরে মনে,
কেন পুরুষসিংহ গর্জে উঠে না, লজ্জাহরণ হলে??

Poem by Moumita Ghosh Ball for Jhaalmuri Boisakhi






Jhaalmuri 


No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...