Saturday, May 9, 2015

চৌরঙ্গির রূপকথা 



একদিন এই কলকাতা আমার ছিল ,
এই অঙ্গুলিহেনে ভিক্টোরিয়ার পরি নেমে আসত নিচে ,
তার হাত ধরে জোস্না আলোকিত  গড়ের মাঠে ঘুরে বেড়াতাম আমি.
বৃষ্টিস্নাত  চৌরঙ্গির মাঝ রাস্তায় দাঁড়িয়ে 
নিজেকে মনে হত সম্রাট। 
দূর আকাশের তারার নীল আলো , চুমু খেয়ে যেত আমার কপালে
মধ্য রাতের জাহাজের গম্ভীর ধ্বনি বেজে উঠত আমারই জন্য 

আর আজ --
সিগারেটের লম্বা ছাই এর মতো 
সেই সব দিন পুড়ে শেষ হয়ে গেছে 
নীল তারার আলো হয়ত অন্য  কারো কপাল  ছুঁয়ে যায় ,
ভিক্টোরিয়ার পরি নবীন কোনো যুবকের 
হাতে হাত রেখে ঘুরে বেড়ায় কুহেলি মাখা মাঠ প্রান্তরে 
আর আমি  - এই স্থবির বৃদ্ধ ,
বর্ষিয়সী পৃথিবীর মুখে শুনি 


চিরদিনের রূপকথার গল্প 


Poem composed by Krishna Dutta for Jhaalmuri Boisakhi





Jhaalmuri 

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...