Monday, May 18, 2015

ডাকনাম


কেউ কি ডেকেছিলো আমায় ঘুমের ভেতরে 
ভুলে যাওয়া ডাকনাম ধরে ,
কেউ কি রেখেছিল হাত, হাতের উপরে 
আজও সেই ছোঁয়াটুকু রয়ে গেছে বুকের গভীরে। 

পুরনো দিনের স্মৃতি যত, ভুলে যাওয়া কবিতার মতো ,
মনের গভীরে ডুবে আছে ----
হাতড়ে হাতড়ে ফিরি, আবছা যে কলি গুলি ,
অস্ফুটে মনের মাঝে বাজে, চলতে ফিরতে সব কাজে। 

আমার এখন শীতবেলা -
শেষ হয়ে গেছে ধুলো মুঠি খেলা। 

আরো কুড়ি বছরের পরে 
যদি দেখা হয় তার সাথে ,
ধান কাটা শেষ হওয়া হেমন্তের মাঠে 
তখন কি ডাকবে আমায় ডাকনাম ধরে ,


সব উত্তর লেখা আছে , রাতচরা তারাদের নীলাভ অক্ষরে 

Poem by Krishna Dutta for Jhaalmuri Boisakhi





Jhaalmuri 

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...